অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ
অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ

তুলসী গ্যাবার্ডের মন্তব্যে দ্বিপক্ষীয় সম্পর্কে প্রভাব পড়বে না: অর্থ উপদেষ্টা

যুক্তরাষ্ট্রের গোয়েন্দাপ্রধান তুলসী গ্যাবার্ড বাংলাদেশ সম্পর্কে যে মন্তব্য করেছেন, তাতে বাংলাদেশের দ্বিপক্ষীয় বা বহুপক্ষীয় সম্পর্কে প্রভাব পড়বে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা।

ভারত সফরে এসে তুলসী গ্যাবার্ড এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, বাংলাদেশে ‘সংখ্যালঘু নির্যাতন’ যুক্তরাষ্ট্রের উদ্বেগের মূল জায়গা। তাঁর এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে সাংবাদিকেরা অর্থ উপদেষ্টাকে প্রশ্ন করলে তিনি এই জবাব দেন।

আজ মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ এসব কথা বলেন।

এ সময় অর্থ উপদেষ্টা আরও বলেন, স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের বিষয়ে অন্যান্য দেশ বাংলাদেশের দিকে তাকিয়ে আছে। বাংলাদেশের অবস্থান সার্বিকভাবে সন্তোষজনক। তার মধ্যেও অনেক ভুলত্রুটি আছে। আমাদের বলা হয়েছে, ‘তোমরা যদি উত্তরণ ঘটাও, অন্যান্য দেশ সাহস পাবে। এতে দেশ হিসেবে আমাদের গৌরব একটু বাড়বে। সে জন্য কিছু প্রস্তুতি লাগবে, আমরা সেই প্রস্তুতি নিচ্ছি।’

শেষমেশ যদি মনে হয়, কিছু কিছু বিষয় একেবারেই সমাধান করা যাবে না, তখন ভেবে দেখা যাবে বলে মন্তব্য করেন অর্থ উপদেষ্টা।

এদিকে গার্ডিয়ান পত্রিকার সাংবাদিক বাংলাদেশ সফর করে গিয়ে লিখেছেন, বাংলাদেশ খাদের কিনারায় দাঁড়িয়ে। তিনি কেন এ কথা বললেন, আপনাদের কী মনে হয়, এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশ খাদের কিনারায় ছিল। সেই কিনারা থেকে আমরা ফিরে এসেছি।’

সালেহউদ্দিন আহমেদ আরও বলেন, ‘ওনারা কত কিছু লেখেন।’ এ কথা বলে তাঁর প্রশ্ন, ‘বাইরের সবাই কি সবকিছু জেনেশুনে লেখেন? তাঁরা মনের মাধুরী মিশিয়ে অনেক কিছুই লেখেন। অর্থনীতির বিষয়ে আমি জানি, ভেতরে কী হচ্ছে, এত হতাশ হওয়ার কারণ নেই।’