আইএমএফ আরও সংস্কার চায়

অ্যান্তইনেত মনসিও সায়েহ
অ্যান্তইনেত মনসিও সায়েহ

চলমান অর্থনৈতিক সংকট মোকাবিলায় আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে ঋণ পাওয়ার আগেই বাংলাদেশ ব্যাংক ও সরকার কিছু সংস্কারে হাত দিয়েছে। আর এসব সংস্কারে সন্তোষ প্রকাশ করেছেন আইএমএফের সফররত উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) অ্যান্তইনেত মনসিও সায়েহ। মৌলিক এসব সংস্কার কার্যক্রম অব্যাহত রাখার প্রতিও আইএমএফের ডিএমডি গুরুত্ব আরোপ করেছেন।

রাজধানীর একটি হোটেলে গতকাল রোববার সন্ধ্যা সাতটায় আইএমএফের ডিএমডি অ্যান্তইনেত মনসিও সায়েহর সঙ্গে বৈঠক করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। ঘণ্টাব্যাপী এ বৈঠক শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই অর্থ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তি দিয়ে এ কথা বলেছে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার, অর্থসচিব ফাতিমা ইয়াসমিন, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শরিফা খান, আর্থিক প্রতিষ্ঠানের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ এবং জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সচিব মো. খায়েরুজ্জামান মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন বৈঠকে। বৈঠক শেষে অর্থমন্ত্রী বা আইএমএফের ডিএমডি কেউ গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি।

সরকার ও বাংলাদেশ ব্যাংক কী সংস্কারে হাত দিয়েছে, যাতে আইএমএফ সমর্থন করছে—এ বিষয়ে জানতে চাইলে বৈঠকে অংশ নেওয়া সূত্রগুলো জানায়, ভর্তুকি কমাতে জ্বালানি তেল ও বিদ্যুতের দাম বাড়িয়েছে সরকার। গ্যাসের মূল্যবৃদ্ধির চিন্তাও রয়েছে সরকারের। রিজার্ভের গণনাপদ্ধতি আইএমএফের চাওয়া অনুযায়ী করা হচ্ছে। জ্বালানি তেলের দাম মাসে মাসে সমন্বয় করার ঘোষণাও দিয়েছে সরকার।

এসব কাজে আইএমএফ খুশি। তবে সংস্থাটি আরও চায় মোট দেশজ উৎপাদনের (জিডিপি) তুলনায় রাজস্ব আয় সন্তোষজনক পর্যায়ে বাড়ুক এবং খেলাপি ঋণ কমুক। কিস্তি দেওয়ার সময় এ ব্যাপারে সরকারের পদক্ষেপগুলো বিবেচনায় রাখবে আইএমএফ।

বিজ্ঞপ্তিতে অর্থ মন্ত্রণালয় বলেছে, বৈশ্বিক অর্থনীতির সাম্প্রতিক গতি-প্রকৃতি এবং বাংলাদেশের চলমান অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠকে বিশদ আলোচনা হয়েছে। বৈশ্বিক উচ্চ মূল্যস্ফীতি, সুদের হার বৃদ্ধি, রাশিয়া-ইউক্রেন সংকট ইত্যাদির পরিপ্রেক্ষিতে উন্নয়নশীল ও উদীয়মান অর্থনীতির দেশগুলোর করণীয় বিষয়ও উঠে আসে আলোচনায়।

বাংলাদেশ সরকারের অনুরোধে আইএমএফ যে ৪৫০ কোটি মার্কিন ডলারের ঋণ দিতে প্রাথমিকভাবে সম্মত হয়েছে, বৈঠকে এ জন্য সংস্থাটির প্রতি সন্তোষ প্রকাশ করেন অর্থমন্ত্রী মুস্তফা কামাল। আইএমএফ থেকে ঋণ পাওয়ার জন্য এরই মধ্যে কিছু সংস্কারকাজে হাত দেওয়ার প্রস্তাব দিয়েছে সরকার। আর এগুলোকে সমর্থন করছে আইএমএফ। অর্থমন্ত্রী এ সমর্থনের জন্যও আইএমএফকে ধন্যবাদ জানান। বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উন্নয়নের লক্ষ্য অর্জনে অভ্যন্তরীণ ও বৈদেশিক সম্পদের পর্যাপ্ত সংকুলান নিশ্চিত করতে হবে এবং এ ক্ষেত্রে বরাবরের মতো আইএমএফসহ সব উন্নয়ন সহযোগীদের সহযোগিতা চায় বাংলাদেশ।

বাংলাদেশ ব্যাংকে আলাদা বৈঠক

আইএমএফের ডিএমডি অ্যান্তইনেত মনসিও সায়েহর সঙ্গে গতকাল সকালে বাংলাদেশ ব্যাংকেরও একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ব্যাংকের দিক থেকে নেতৃত্ব দেন গভর্নর আব্দুর রউফ তালুকদার।

এ বৈঠকের পর গতকাল দুপুরে মুদ্রানীতি ঘোষণা অনুষ্ঠানে আইএমএফের ডিএমডির সঙ্গে সকালে অনুষ্ঠিত বৈঠকে কী আলোচনা হয়েছে, গভর্নরের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সামষ্টিক অর্থনীতির হালচাল, ব্যাংকের সুদের হার, মূল্যস্ফীতি এবং ডলারের একাধিক দর নিয়ে জানতে চেয়েছেন আইএমএফের ডিএমডি।

করোনাকালীন আর্থিক পদক্ষেপগুলো জানতে পেরে তিনি প্রশংসা করেছেন। বাংলাদেশ ব্যাংকের তরুণ কর্মীদের দক্ষতা বৃদ্ধিতে আইএমএফ সহযোগিতা করতে পারে কি না, সে ব্যাপারে আইএমএফের ডিএমডির কাছে জানতে চাওয়া হয়েছে।

সকালের বৈঠক শেষে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক সাংবাদিকদের বলেন, ধারাবাহিক কর্মসূচির আওতায় আইএমএফের প্রতিনিধিদল বাংলাদেশ সফর করছে। বাংলাদেশকে ঋণ দেওয়া ও আর্থিক খাতের সংস্কার নিয়ে বৈঠকে কোনো আলোচনা হয়নি।

নানা ধরনের সংকট মোকাবিলায় সরকার ও বাংলাদেশ ব্যাংক যেসব পরিকল্পনা গ্রহণ করেছে, সে বিষয়ে আইএমএফের সঙ্গে কথা হয়েছে বলে জানান মেজবাউল হক। তিনি বলেন, ‘আমরা জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আমাদের পদক্ষেপগুলো তুলে ধরেছি। তাঁরা এসব বিষয়ে বিশদ তথ্য জানার চেষ্টা করেছেন। আমরাও সবকিছু তুলে ধরেছি।’

পাঁচ দিনের ঢাকা সফরে গতকাল ছিল মনসিও সায়েহর দ্বিতীয় দিন। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আজ সোমবার খুব সকালে আইএমএফের ডিএমডি মেট্রোরেল পরিদর্শন করবেন। আর সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন তিনি। একই দিন বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংকসহ (এডিবি) উন্নয়ন সহযোগী অন্য সংস্থাগুলোর সঙ্গেও অ্যান্তইনেত মনসিও সায়েহর বৈঠক হওয়ার কথা।

কাল মঙ্গলবার সকালে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে দেখা করবেন ও দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি বক্তৃতা দেবেন মনসিও সায়েহ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ আয়োজিত মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠেয় বৈঠকে এই বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ছাত্র-শিক্ষকেরা শুধু অংশ নিতে পারবেন।

গত বছরের জুলাইয়ে আইএমএফের কাছে ঋণ চায় বাংলাদেশ। এরপর কয়েক দফা আলোচনা শেষে আইএমএফ জানায়, সাড়ে তিন বছর ধরে সাত কিস্তিতে সংস্থাটি ৪৫০ কোটি ডলার ঋণ দেবে। এ ঋণের মধ্যে বাজেট সহায়তা বাবদ ৩২০ কোটি ডলার। বাকি ১৩০ কোটি ডলার জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলায় ব্যয় করতে হবে। চলতি মাসের শেষে অনুষ্ঠেয় আইএমএফের পর্ষদ বৈঠকে ঋণ প্রস্তাব অনুমোদন হওয়ার কথা।