জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্যদের মধ্য থেকে সংস্থার চেয়ারম্যান নিয়োগের দাবি জানিয়েছে বাংলাদেশ সিভিল সার্ভিস (ট্যাক্সেশন) অ্যাসোসিয়েশন। সংস্থাটির নেতারা মনে করেন, রাজস্ব ব্যবস্থাপনা কাজে দীর্ঘদিনে অভিজ্ঞতালব্ধ সদস্যদের মধ্য থেকে এনবিআরের চেয়ারম্যান নিয়োগ দেওয়া প্রয়োজন।
এ ছাড়া কর বিভাগকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার না করার দাবি জানিয়েছে সংগঠনটি। দেশ থেকে অবৈধ ও বেআইনিভাবে পাচার করা অর্থ পুনরুদ্ধারের উদ্যোগ নেওয়ার জন্যও দাবি জানানো হয় সংগঠনের পক্ষ থেকে।
আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত বাংলাদেশ সিভিল সার্ভিস (ট্যাক্সেশন) অ্যাসোসিয়েশনের আলোচনা সভায় এসব দাবি করা হয় বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। আগারগাঁওয়ের এনবিআর ভবনে অনুষ্ঠিত সভায় সংগঠনের সভাপতি লুৎফুল আজীম সভাপতিত্ব করেন। এতে কর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় কর বিভাগের সংস্কারের দাবি করা হয়।
সংগঠনের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র ও জনতার গণ–অভ্যুত্থানের মাধ্যমে রাষ্ট্র মেরামত করে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় বাস্তবায়নের প্রধান চ্যালেঞ্জ রাজস্ব আহরণ। কর বিষয়ে অনভিজ্ঞ কর্মকর্তাকে এনবিআরের চেয়ারম্যান নিয়োগ দেওয়ায় ক্রমেই অকার্যকর হয়েছে এনবিআরের প্রাতিষ্ঠানিক কাঠামো।
এদিকে আজ সকালে আগারগাঁওয়ের এনবিআরের ভবন প্রাঙ্গণে শুল্ক, কর ও ভ্যাট বিভাগের উপস্থিত কর্মকর্তা-কর্মচারী বিক্ষোভ করেন। সেখানে তাঁরা এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের পদত্যাগ দাবি করেন। এ সময় তাঁরা কর্মবিরতি কর্মসূচিও পালন করেন। গত দুই দিন এনবিআর চেয়ারম্যান অফিস করছেন না।