ডিসেম্বরের পিএমআই প্রকাশ

দেশে ব্যবসা সম্প্রসারণের গতি কমেছে

পরপর তিন মাস দেশের অর্থনীতি সম্প্রসারণের ধারায় রয়েছে। তা সত্ত্বেও নভেম্বরের তুলনায় ডিসেম্বরে ব্যবসা সম্প্রসারণের গতি কমেছে। ডিসেম্বরে পারচেজিং ম্যানেজার্স ইনডেক্স বা পিএমআইয়ের সার্বিক মান দাঁড়িয়েছে ৬১ দশমিক ৭ শতাংশে। নভেম্বরে যা ছিল ৬২ দশমিক ২ শতাংশ।

ব্যবসায়ী ও উদ্যোক্তাদের শতবর্ষের পুরোনো সংগঠন মেট্রোপলিটন চেম্বার অব কমার্স (এমসিসিআই) ও গবেষণাপ্রতিষ্ঠান পলিসি এক্সচেঞ্জ যৌথভাবে পিএমআই প্রণয়ন করছে। আজ মঙ্গলবার ডিসেম্বর মাসের পিএমআই প্রকাশ করা হয়। তাতে বিভিন্ন সূচকের ভিত্তিতে গত মাসে অর্থনীতির সম্প্রসারণের চিত্র তুলে ধরা হয়।

কোটাপদ্ধতি বাতিলের দাবিতে আন্দোলন ও পরবর্তী সময়ে গণ–অভ্যুত্থানে রাজনৈতিক পটপরিবর্তনের কারণে গত জুলাই থেকে সেপ্টেম্বর—তিন মাস দেশের অর্থনীতি সংকোচনের ধারায় ছিল। অক্টোবর থেকে তা সম্প্রসারণের ধারায় ফিরেছে।

অর্থনীতির মূল চারটি খাতের কার্যক্রমের ভিত্তিতে পিএমআই তৈরি করা হয়। খাতগুলো হচ্ছে কৃষি, উৎপাদন, নির্মাণ ও সেবা। পিএমআই সূচকের মান ৫০ পয়েন্টের বেশি থাকা মানে অর্থনীতি সম্প্রসারণের ধারায় রয়েছে।

আজ গুলশানের পুলিশ প্লাজায় এমসিসিআইয়ের কার্যালয়ে এক অনুষ্ঠানে ডিসেম্বরের পিএমআই সুচক প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমসিসিআইয়ের মহাসচিব ফারুক আহাম্মাদ, পলিসি এক্সচেঞ্জ অব বাংলাদেশের অর্থনীতিবিদ ও জ্যেষ্ঠ ব্যবস্থাপক হাসনাত আলম ও সিনিয়র এনালিস্ট জিয়াউর রহমান।