আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংকের বার্ষিক সভায় যোগ দিতে আজ সোমবার যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন যাচ্ছেন অর্থ, বাণিজ্য এবং বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। সকাল ৬টা ২০ মিনিটে তিনি ঢাকা ছেড়েছেন। আইএমএফ ও বিশ্বব্যাংকের বার্ষিক সভা আজ শুরু হয়ে ২৬ অক্টোবর পর্যন্ত চলবে।
আইএমএফের সঙ্গে বাংলাদেশের ৪৭০ কোটি মার্কিন ডলারের ঋণ কর্মসূচি চলমান। এর বাইরে সংস্থাটি থেকে আরও ৩০০ কোটি ডলার পাওয়ার ব্যাপারে এবারের বৈঠকে আলোচনা হওয়ার কথা রয়েছে।
অর্থ উপদেষ্টার নেতৃত্বে যুক্তরাষ্ট্র সফরকারী দলে রয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর, ডেপুটি গভর্নর মো. হাবিবুর রহমান; অর্থসচিব মো. খায়েরুজ্জামান মজুমদার; অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী, অতিরিক্ত সচিব ফরিদ আজিজ; অর্থ বিভাগের অতিরিক্ত সচিব সিরাজুন নূর চৌধুরী এবং অর্থ উপদেষ্টার একান্ত সচিব (পিএস) আসিফ ইকবাল। এ ছাড়া প্রতিনিধিদলের সঙ্গে যোগ দেবেন বিশ্বব্যাংকে বাংলাদেশের বিকল্প নির্বাহী পরিচালক শরিফা খান, যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান এবং ইকোনমিক মিনিস্টার মো. ফজলে রাব্বী।
কাল ২২ অক্টোবর মঙ্গলবার ভি-২০ খ্যাত ভালনারেবল টোয়েন্টি ফোরামের মিনিস্ট্রিয়াল বা মন্ত্রী পর্যায়ের সংলাপে অংশ নেবেন অর্থ উপদেষ্টা। ২০১৫ সালে ফিলিপাইনের সভাপতিত্বে ২০টি দেশকে নিয়ে এই ফোরাম গঠিত হয়, যার সদস্য বাংলাদেশও। এ ফোরামের সদস্যরা জলবায়ু পরিবর্তনের ফলে বেশি ক্ষতিগ্রস্ত দেশ।
পরশু বুধবার সকালে অর্থ উপদেষ্টার দুটি বৈঠক রয়েছে। একটি বৈঠক ওপেক ফান্ডের প্রেসিডেন্ট আবদুল হামিদ আলখলিফার সঙ্গে। অন্যটি দ্বিপক্ষীয় বৈঠক, যা হবে বিশ্বব্যাংকের দক্ষিণ এশীয় আঞ্চলিক ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজের সঙ্গে।
২৪ অক্টোবর বৃহস্পতিবার হবে ভি-২০ মিনিস্ট্রিয়ালের দ্বিতীয় বৈঠক। আর ২৫ অক্টোবর শুক্রবার বৈঠক রয়েছে দুটি। সকালে প্লেনারি অধিবেশনে যোগ দেবেন অর্থ উপদেষ্টা। আর বিকেলে তাঁর বৈঠক রয়েছে এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের (এআইআইবি) প্রেসিডেন্ট জিন লিকুইনের সঙ্গে।
বিশ্বব্যাংক–আইএমএফের বার্ষিক সভার শেষ দিন ২৬ অক্টোবর বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (অপারেশনস) আন্না বেজার্ডের সঙ্গে অর্থ উপদেষ্টার দ্বিপক্ষীয় বৈঠক রয়েছে। এর পরদিন অর্থ উপদেষ্টা ঢাকার উদ্দেশে ওয়াশিংটন ছাড়বেন। অন্যদের কেউ কেউ অবশ্য কয়েক দিন ছুটি কাটাবেন বলে এ বিষয়ে প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।