গ্রাহকদের অর্থ ফেরত দেওয়া এবং কার্যক্রম পুনরায় শুরু করতে সরকারের কাছে কার্যকরী মূলধন সুবিধা হিসেবে ৩০০ কোটি টাকার অর্থ সহায়তা চেয়েছে আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান আলেশা মার্ট। একই সঙ্গে প্রতিষ্ঠান খোলার জন্য নিরাপত্তাও চেয়েছে তারা। এ জন্য গত রোববার বাণিজ্য মন্ত্রণালয়ে আলাদা দুটি চিঠি দিয়েছে প্রতিষ্ঠানটি।
নিরাপত্তার কারণ দেখিয়ে আলেশা মার্ট ১ ডিসেম্বর তাদের দাপ্তরিক কার্যক্রম বন্ধ করে দেয়। প্রতিষ্ঠানটি তখন জানায়, তাদের অফিসে কতিপয় লোক এসে কর্মকর্তাদের গায়ে হাত তোলে এবং বলপ্রয়োগের চেষ্টা করে। এ কারণে তারা এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। অনাকাঙ্ক্ষিত ও নিরাপত্তাজনিত কারণবশত আলেশা মার্টের সব অফিশিয়াল কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। এরপর ৫ ডিসেম্বর ৩০০ কোটি টাকা সহায়তা এবং নিরাপত্তা চেয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি দেয় আলেশা মার্ট।
এদিকে অর্থ সহায়তার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (আইআইটি) এ এইচ এম সফিকুজ্জামান। তিনি বলেন, ‘তারা (আলেশা মার্ট) দুটি চিঠি দিয়েছে। একটিতে তারা নিরাপত্তা চেয়েছে। আমরা এ জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় আর পুলিশকে চিঠি লিখেছি। অপর চিঠিতে তারা ৩০০ কোটির তহবিল চেয়েছে। সে বিষয়ে সচিব মহোদয়কে জানিয়েছি। কিন্তু আমাদের এখনো কোনো সিদ্ধান্ত আসেনি। আমরা এখনো সিদ্ধান্ত নিইনি যে তাদের জন্য বাংলাদেশ ব্যাংককে লিখব কি না।’
সাম্প্রতিক সময়ে ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে টাকা নিয়ে পণ্য না দেওয়ার অভিযোগ ছিল। এ ছাড়া প্রতারণাসহ বিভিন্ন অভিযোগ একাধিক ই-কমার্স প্রতিষ্ঠানের মালিক ও কর্মকর্তারা গ্রেপ্তার হয়েছেন। অনেকের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ছাড়া আলেশা মার্টসহ বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, যার তদন্ত করছে সরকার।