দেশের দ্বিতীয় সমুদ্রবন্দর মোংলা বন্দর ব্যবহার করতে চায় প্রতিবেশী রাষ্ট্র নেপাল। তারই অংশ হিসেবে গতকাল বুধবার দুপুরে মোংলা বন্দর কর্তৃপক্ষের সঙ্গে সভা করেছে নেপালের একটি প্রতিনিধিদল। বাংলাদেশে নিযুক্ত নেপাল হাই কমিশনের ডেপুটি চিফ অব মিশন কুমার রাইয়ের নেতৃত্বে দুই সদস্যের ওই দল দুপুর সোয়া ১২টায় মোংলা বন্দরে পৌঁছায়।
এরপর বন্দরের পক্ষ থেকে প্রতিনিধিদলকে বন্দরের নানা সুবিধা সম্পর্কে অবহিত করা হয়। পরে প্রতিনিধিদলের সদস্যরা জেটিসহ বন্দর এলাকা ঘুরে দেখেন। এ সময় তাঁরা বন্দরের সম্প্রসারণসহ নানা সুযোগ-সুবিধা দেখে সন্তোষ প্রকাশ করেন।