ট্রান্সকম গ্রুপের সাবেক চেয়ারম্যান প্রয়াত লতিফুর রহমানকে আবারও সেরা করদাতার সম্মাননা দেওয়া হয়েছে। তাঁকে জ্যেষ্ঠ নাগরিক শ্রেণিতে এই সম্মাননার জন্য নির্বাচিত করা হয়। একই সঙ্গে তাঁর স্ত্রী ও ট্রান্সকম গ্রুপের বর্তমান চেয়ারম্যান শাহনাজ রহমানও নারী করদাতা শ্রেণিতে এই সম্মাননা পেয়েছেন। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) প্রতিবছর সেরা করদাতাদের সম্মাননা দেয়।
আজ বুধবার বেইলি রোডের অফিসার্স ক্লাব মিলনায়তনে সেরা করদাতাদের সম্মাননা ও কর কার্ড দেওয়া হয়। লতিফুর রহমান ও শাহনাজ রহমানের পক্ষে সম্মাননা ক্রেস্ট, কর কার্ড ও সনদ নেন ট্রান্সকম লিমিটেডের প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) কামরুল হাসান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
২০২০ সালের ১ জুলাই বিশিষ্ট ব্যবসায়ী লতিফুর রহমান মারা যান। ২০১৯-২০ অর্থবছরের (২০১৯ সালের জুলাই থেকে ২০২০ সালের জুন পর্যন্ত) দেওয়া করের ভিত্তিতে তাঁকে এ বছরের সেরা করদাতা নির্বাচিত করেছে এনবিআর। এর আগেও তিনি একাধিকবার সেরা করদাতা হন।
এর আগে ২০১৭ সালে এনবিআরের পক্ষ থেকে দীর্ঘ সময় ধরে কর দিচ্ছেন এমন ৮৪টি পরিবারকে ‘কর বাহাদুর’ পরিবারের সম্মাননা দেওয়া হয়। তখন লতিফুর রহমান ও তাঁর পরিবার ‘কর বাহাদুর’ পরিবারের সম্মাননা পায়।
এদিকে ট্রান্সকম গ্রুপের প্রতিষ্ঠান মিডিয়াস্টার লিমিটেড থেকে প্রকাশিত দৈনিক প্রথম আলো সম্পাদক মতিউর রহমান এবারও সেরা করদাতা হয়েছেন। ট্রান্সকম গ্রুপ সম্পৃক্ত আরেক প্রতিষ্ঠান মিডিয়াওয়ার্ল্ড লিমিটেড থেকে প্রকাশিত ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার সম্পাদক মাহ্ফুজ আনামও সেরা করদাতা হলেন। অনুষ্ঠানে মাহ্ফুজ আনামের পক্ষে সম্মাননা নেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক এ এস এম নজরুল ইসলাম। এ নিয়ে তাঁরা টানা ষষ্ঠবারের মতো সেরা করদাতার সম্মাননা পেলেন।
সাংবাদিক শ্রেণিতে সম্মাননা পাওয়া বাকিরা হলেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, একই প্রতিষ্ঠানের পরিচালক আবদুল মুকিত মজুমদার এবং চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক আজাদীর সম্পাদক মোহাম্মদ আবদুল মালেক।
এবার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া শ্রেণিতে চারটি প্রতিষ্ঠানকে কর কার্ড দেওয়া হয়। এই চারটি প্রতিষ্ঠানের মধ্যে দুটি প্রতিষ্ঠানই ট্রান্সকম গ্রুপের সঙ্গে সম্পৃক্ত। এই শ্রেণিতে শীর্ষ স্থানে আছে ট্রান্সকম গ্রুপের মিডিয়াস্টার লিমিটেড। তৃতীয় স্থানে আছে একই গ্রুপের ট্রান্সক্রাফট লিমিটেড। মিডিয়াস্টারের পক্ষে সম্মাননার ক্রেস্ট নেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান। আর ট্রান্সক্রাফটের পক্ষে নেন কামরুল হাসান।
উল্লেখ্য, মিডিয়াস্টার লিমিটেড থেকে দৈনিক প্রথম আলো প্রকাশিত হয়। আর প্রথম আলো ছাপা হয় ট্রান্সক্রাফট লিমিটেড থেকে। প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া শ্রেণিতে সম্মাননা পাওয়া চারটি প্রতিষ্ঠানের বাকি দুটি প্রতিষ্ঠান হলো ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড ও সময় মিডিয়া লিমিটেড।
এবার সব মিলিয়ে বিভিন্ন পেশাজীবী শ্রেণিতে ৭৫ জন করদাতাকে কর কার্ড দিয়েছে এনবিআর। এর পাশাপাশি ৬৬টি প্রতিষ্ঠানও এই সম্মাননা পেয়েছে।