প্রযুক্তিভিত্তিক লেনদেন আরও গতি পাবে

মাস্টারকার্ড
ছবি: রয়টার্স

প্রায় দুই বছর ধরে করোনা মহামারি বিশ্বকে অনিশ্চয়তার মুখে রেখেছে। তবে এরই মধ্যে ভ্যাকসিন অথা৴ৎ টিকার প্রয়োগ শুরু হওয়ায় অর্থনীতি ঘুরে দাঁড়ানোর আশা তৈরি হয়েছে। কিন্তু মাঝেমধে৵ করোনার নতুন ধরন এসে বিশ্বকে ঝুঁকির মধ্যে ঠেলে দিচ্ছে। তবে করোনা পরিস্থিতিতে ডিজিটাল তথা প্রযুক্তিভিত্তিক লেনদেন বেশ গতি পেয়েছে, যা আগামী ২০২২ সালেও জোরদার থাকবে।

বৈশ্বিক অর্থনীতি নিয়ে মাস্টারকার্ড ইকোনমিকস ইনস্টিটিউটের ‘অর্থনীতি ২০২২’ শীর্ষক পূর্বাভাসে এমন আশার কথাই শোনানো হয়েছে। প্রযুক্তিভিত্তিক লেনদেন সেবা প্রদানকারী এই প্রতিষ্ঠান বলছে, মানুষের সঞ্চয় ও ব্যয়, সরবরাহ ব্যবস্থা, প্রযুক্তিগত উৎকর্ষ, বৈশ্বিক ভ্রমণ প্রবণতা ও অর্থনৈতিক ঝুঁকি—এই পাঁচটি মৌলিক বিষয়ই বিশ্ব অর্থনীতির গতি-প্রকৃতি ঠিক করে দেবে। মাস্টারকার্ড মনে করে, অমিক্রনের মতো করোনার নতুন নতুন ধরন দেখা দেওয়ায় বিশ্ব অর্থনীতিতে ঝুঁকি থাকবে। এতে অর্থনৈতিক কর্মকাণ্ড বিঘ্নিত হবে।

মাস্টারকার্ড বলছে, চলতি ২০২১ সালে বিশ্বব্যাপী পারিবারিক সঞ্চয় করোনা মহামারি শুরুর আগের চেয়ে দ্বিগুণ হয়েছে। সঞ্চয়ের অর্থ ব্যবহারের ফলে বিশ্বের মোট দেশজ উৎপাদন (জিডিপি) এ বছর ৪ দশমিক ৫ শতাংশ পয়েন্ট বৃদ্ধি পাবে।

পূর্বাভাসে মাস্টারকার্ড বলছে, চলতি ২০২১ সালে সঞ্চয় বেড়েছে। এর বিপরীতে ভোগ ব্যয় কমেছে। তবে এরই মধ্যে দেশে দেশে সীমান্ত খোলায় বিভিন্ন সেবা কার্যক্রম গতি পেয়েছে।

চলতি বছরে ই-কমার্স তথা অনলাইনে পণ্য ও সেবা কেনাবেচা বেড়েছে। মাস্টারকার্ডের কার্যক্রম রয়েছে এ ধরনের ৩২টি দেশের মধ্যে ৮৮ শতাংশেই অনলাইনে গাড়ি ও বাইক ভাড়াসহ বিভিন্ন সেবার বিল পরিশোধের প্রবণতা বেড়েছে। বিভিন্ন দেশ সীমান্ত খুলে দেওয়ায় আগামী ২০২২ সাল বৈশ্বিক ভ্রমণ ও পর্যটনে গতি আসবে। আশা করা হচ্ছে, আগামী বছরে ভোক্তাদের চাহিদা ও ব্যয়ের সামর্থ্য বাড়বে।