পরিবেশকদের মাধ্যমে ঢাকায় নিম্নবিত্তের কাছে সুলভ মূল্যে নিত্যপণ্য বিক্রির সময় আরও দুই দিন বাড়াল সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। প্রায় দুই মাস বিরতির পর শুরু হওয়া এ দফার বিক্রি কার্যক্রম শেষ হওয়ার কথা ছিল গতকাল মঙ্গলবার। কিন্তু এখনো রাজধানীর অনেক জায়গায় পণ্য বিক্রি শেষ না হওয়ায় সরকারি সংস্থাটি এ সিদ্ধান্ত নিয়েছে।
গতকাল রাজধানীর মগবাজার, ইস্কাটন ও নিউমার্কেটের পরিবেশকদের সঙ্গে কথা বলে জানা গেছে, পরিবার কার্ড পেতে দেরি হওয়ায় এই দফায় পণ্য বিক্রির শেষ দিনেও অনেকে পণ্য বিক্রি শেষ করতে পারেননি।
তবে তাঁরা বিক্রি কার্যক্রম চলমান রাখবেন, যাতে মজুত করা পণ্য শেষ হয় এবং পরের ধাপের পণ্য নিতে পারেন তাঁরা। ক্রেতারা বলছেন, পরিবার কার্ডের মাধ্যমে পণ্য পেয়ে তাঁরা সন্তুষ্ট। কারণ, এই ব্যবস্থাপনায় আগের মতো পণ্য পেতে হুড়োহুড়ি করতে হচ্ছে না।
এ বিষয়ে টিসিবির মুখপাত্র হুমায়ূন কবির প্রথম আলোকে বলেন, ‘ঢাকার দুই সিটি করপোরেশনে পরিবার কার্ডে পণ্য বিক্রি হয়েছে ৭৫ শতাংশের মতো। তবে অনেক কার্ডধারী পরিবার ঈদ উপলক্ষে গ্রামের বাড়িতে চলে যাওয়ার এ দফায় হয়তো ঢাকায় শতভাগ পণ্য বিক্রি না–ও হতে পারে। ঈদের পরে পরের ধাপে পণ্য বিক্রি শুরু হলে তখন তারা পণ্য সংগ্রহ করতে পারবে।’