ডিজিটাল কমার্সের বর্তমান পরিস্থিতি পর্যালোচনার জন্য ১৬ সদস্যের একটি কমিটি গঠন করেছে বাণিজ্য মন্ত্রণালয়। ২২ সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রণালয়ের এক সভার সিদ্ধান্ত অনুযায়ী ডিজিটাল কমার্স নিয়ন্ত্রণ করার লক্ষ্যে একটি যুগোপযোগী আইন ও শক্তিশালী কর্তৃপক্ষ করার লক্ষ্যে এই কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে (আমদানি ও অভ্যন্তরীণ বাণিজ্য) আহ্বায়ক করা হয়েছে।
এই কমিটি ডিজিটাল কমার্স খাতের উদ্বুদ্ধ সমস্যা সমাধানে কী করণীয়, সে সম্পর্কে ১৫ দিনের মধ্যে সুপারিশ দেবে, দুই মাসের মধ্যে ডিজিটাল কমার্স পরিচালনা ও নিয়ন্ত্রণ করার উপযোগী একটি খসড়া আইন প্রণয়ন করবে এবং দুই মাসের মধ্যে ডিজিটাল কমার্স কর্তৃপক্ষের কাঠামো ও কার্যপ্রণালি তৈরি করবে।
সেই সঙ্গে কমিটি প্রয়োজন মনে করলে যেকোনো মন্ত্রণালয় বা বিভাগ বা সংস্থার প্রয়োজনীয়সংখ্যক কর্মকর্তাকে সদস্য হিসেবে নিতে পারবে।