সব মামলায় আদালত থেকে জামিন পাওয়ায় ই–কমার্স প্রতিষ্ঠান কিউকম ডটকমের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রিপন মিয়া গতকাল সোমবার কারাগার থেকে ছাড়া পেয়েছেন। ঢাকা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ কারা তত্ত্বাবধায়ক সুভাষ কুমার ঘোষ গতকাল মুঠোফোনে প্রথম আলোকে এ তথ্য জানান।
সুভাষ কুমার ঘোষ বলেন, রিপন মিয়ার বিরুদ্ধে মামলা আছে সাতটি। আগে তিনি জামিন পান ছয়টি মামলায়। রোববার সন্ধ্যা সাতটার দিকে আরেকটি মামলার জামিন আদেশ পাওয়া যায়। যাচাই–বাছাই শেষে গতকাল বেলা দুইটায় তাঁকে কারামুক্ত করা হয়।
কিউকম ডটকম ২০১৯ সালে প্রতিষ্ঠিত হয়। গ্রাহকদের অর্থ আত্মসাৎ করার অভিযোগ রয়েছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। ঢাকার বিভিন্ন থানায় মামলা হলে প্রায় ছয় মাস আগে গ্রেপ্তার হন রিপন মিয়া। প্রতিষ্ঠানটির প্রায় ৩৯৭ কোটি টাকা লেনদেন পরিশোধ প্রতিষ্ঠানে (গেটওয়ে) আটকে আছে বলে জানা গেছে। আর গুদামঘরে আছে শতকোটি টাকার পণ্য।
এদিকে, গত ফেব্রুয়ারিতে কিউকমের পাওনাদার ৬ হাজার ৭২১ জন গ্রাহককে ৫৯ কোটি টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু করে বাণিজ্য মন্ত্রণালয়। এর মধ্যে গ্রাহকদের ৫১ কোটি টাকা ফেরত দেওয়া হয়েছে।
এ অবস্থায় কিউকমকে আবারও ব্যবসার সুযোগ দিতে রিপন মিয়ার জামিনের অনুরোধ জানিয়ে গত ফেব্রুয়ারিতে বাণিজ্য মন্ত্রণালয়ে আবেদন করেন তাঁর আইনজীবী। এর পরিপ্রেক্ষিতে আইন মন্ত্রণালয়ের মতামত চায় বাণিজ্য মন্ত্রণালয়। পরে আদালত তাঁকে জামিন দেন।
বাণিজ্য মন্ত্রণালয়ের কেন্দ্রীয় ডিজিটাল কমার্স সেলের প্রধান এ এইচ এম সফিকুজ্জামান গতকাল প্রথম আলোকে বলেন, ‘আমরা চাই রিপন মিয়া শিগগির গ্রাহকদের পণ্য বা টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করবেন।’