দেশে সোনার দাম কমেছে। এ দফায় প্রতি ভরির সর্বোচ্চ দাম কমেছে ১ হাজার ২৪৮ টাকা। এতে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়াবে ১ লাখ ৫৬ হাজার ৬২৪ টাকা।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) আজ মঙ্গলবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম কমার কথা জানায়। এতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় দাম সমন্বয় করা হয়েছে। নতুন দাম আগামীকাল বুধবার থেকে কার্যকর হবে।
সর্বশেষ গত ২৯ মার্চ সোনার দাম ভরিপ্রতি ১ হাজার ৭৭৩ টাকা বেড়েছিল। তাতে এক ভরি সোনার সর্বোচ্চ দাম উঠেছিল ১ লাখ ৫৭ হাজার ৮৭২ টাকা। দেশের বাজারে এটিই এখন পর্যন্ত সোনার সর্বোচ্চ দাম।
বাজুসের নতুন সিদ্ধান্তের ফলে আগামীকাল বুধবার থেকে দেশের বাজারে হলমার্ক করা প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট মানের সোনা ১ লাখ ৫৬ হাজার ৬২৪ টাকা, ২১ ক্যারেট ১ লাখ ৪৯ হাজার ৪৯৮ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ২৮ হাজার ১৪১ টাকায় বিক্রি হবে। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম কমে হবে ১ লাখ ৫ হাজার ৬৬৪ টাকা।
আজ মঙ্গলবার পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেট সোনা ১ লাখ ৫৭ হাজার ৮৭২ টাকা, ২১ ক্যারেট ১ লাখ ৫০ হাজার ৬৯৯ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ২৯ হাজার ১৬৭ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ১ লাখ ৬ হাজার ৫৩৯ টাকায় বিক্রি হয়েছে।
কাল থেকে প্রতি ভরি ২২ ক্যারেট সোনায় ১ হাজার ২৪৮ টাকা, ২১ ক্যারেটে ১ হাজার ২০১ টাকা, ১৮ ক্যারেটে ১ হাজার ২৬ টাকা এবং সনাতন পদ্ধতির সোনায় ৮৭৫ টাকা দাম কমবে।