এক্স সিরামিকস: টাইলসের জগতে নির্ভরতার নাম

বর্তমান বাজারে অসংখ্য ডিজাইন নিয়ে গ্রাহকদের সামনে হাজির হচ্ছে নানা ব্র্যান্ডের টাইলস। পছন্দের ডিজাইন অনুযায়ী টাইলস বেছে নিয়ে স্বপ্নের বাড়িটিকে মনের মতো করে সাজিয়ে নিচ্ছেন অনেকেই। তবে এখন সৌন্দর্যের পাশাপাশি গ্রাহকের চাহিদায় প্রাধান্য পাচ্ছে টাইলসের দীর্ঘ স্থায়িত্বের বিষয়টিও।

কোন ব্র্যান্ডের টাইলস বাড়ির জন্য আদর্শ, এ নিয়ে প্রশ্ন থাকতেই পারে। দেশে-বিদেশে প্রচুর টাইলসের সম্ভার আছে। দেশের তুলনায় বিদেশি টাইলসের গুণগত মান ও ডিজাইন অনেক সময় গ্রাহকদের বেশি পছন্দ হয়। কিন্তু দ্বিধায় পড়তে হয় দাম ও প্রাপ্যতার কারণে। এ ক্ষেত্রে গ্রাহকদের টাইলস–বিষয়ক সব সমস্যার সমাধান দিতে বাজারে এসেছে এক্স সিরামিকস।

এক্স সিরামিকসের টাইলসগুলোতে বিদেশি টাইলসের বৈশিষ্ট্য ও ডিজাইনের সমন্বয় ঘটানো হয়েছে। একই সঙ্গে এর দামও বিদেশি টাইলসের তুলনায় অনেক কম। এক্স সিরামিকসের অনন্য ডিজাইন যেকোনো বাড়ির ইন্টেরিয়রকে নতুন রূপ দিতে সক্ষম।
বাংলাদেশের অন্যতম সর্ববৃহৎ টাইলস প্রস্তুতকারক হিসেবে এক্স সিরামিকসের যাত্রা শুরু হয় একটি ইতালীয় কোম্পানির সঙ্গে। টাইলসের উৎপাদনের প্রক্রিয়ায় এক্স সিরামিকস ব্যবহার করে বিশ্বের সেরা মেশিনারিজ ও কাঁচামাল, যা এই প্রতিষ্ঠানের উৎপাদনকৃত টাইলসকে করে তুলেছে গুণে-মানে অনন্য।

এই প্রতিষ্ঠানের দক্ষ কর্মীরা সময়ের সঙ্গে তাল মিলিয়ে নিয়মিত গবেষণা ও পণ্যের উন্নতি নিয়ে কাজ করে যাচ্ছেন। ফলে এক্স সিরামিকস গ্রাহকদের নতুন ডিজাইন ও ফিচারসম্পন্ন টাইলস সব সময় উপহার দিতে পারে।

এক্স সিরামিকসের ‘স্টোন শিল্ড’ টাইলস বিশ্বের অন্যতম টেকসই টাইলস হিসেবে বিবেচনা করা হয়, যা তাদের পেটেন্ট করা পণ্য। এ ছাড়া এক্স সিরামিকসের আরও একটি জনপ্রিয় পণ্য হলো ‘জার্ম প্রুফ টাইলস’। এই টাইলস স্বয়ংক্রিয়ভাবেই ৯৯.৯ শতাংশ জার্মস (জীবাণু) ধ্বংস করে। টাইলসটি কোভিড-১৯ মহামারির সময় গ্রাহকের নিরাপত্তার জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে।

নতুন প্রযুক্তির সাহায্যে এক্স সিরামিকস তৈরি করছে ‘থ্রি-ডি ক্রিস্টাল টাইলস’, যা টাইলসে ম্যাট ও গ্লসি ফিনিশিংয়ের সুন্দর এক সমন্বয় নিয়ে এসেছে। একই সঙ্গে এই কোম্পানির ‘ন্যানো পলিশ টাইলস’ গ্রাহকদের মধ্যে বিশেষ জনপ্রিয়তা পেয়েছে। এই টাইলস বাজারে সুলভ মূল্যে বিভিন্ন সাইজে পাওয়া যাচ্ছে। উল্লেখ্য, বিশ্ববাজারে বর্তমানে ম্যাট টাইলসের জনপ্রিয়তাই বেশি। তাই এক্স সিরামিকসও যুগের সঙ্গে তাল মিলিয়ে দৃষ্টিনন্দন ও মানসম্পন্ন ডিজাইনের ম্যাট টাইলস নিয়ে আসছে।

আপনার বাড়ির টাইলসগুলো যদি চান স্ক্র্যাচ-প্রুফ এবং সহজে পরিষ্কারযোগ্য হোক, তাহলে নিশ্চিন্তে বেছে নিতে পারেন এক্স সিরামিকসের টাইলস। ব্র্যান্ডটির দীর্ঘ স্থায়িত্বের নিশ্চয়তা আপনাকে রাখবে নির্ভার এবং আকর্ষণীয় সব ডিজাইন আপনার বাড়ির সৌন্দর্যকে বাড়িয়ে তুলবে বহুগুণ।