লিফটের বাজারে দক্ষিণ কোরিয়ার ব্র্যান্ড ‘সিগমা’। বাংলাদেশে সিগমার অনুমোদিত পরিবেশক খান ব্রাদার্স গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান খান ব্রাদার্স ইক্যু-বিল্ড লিমিটেড। ঢাকা ক্লাবে ২৫ জুন প্রধান অতিথি হিসেবে সিগমা লিফটের নতুন মডেলের উন্মোচন করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়োং সিক।
খান ব্রাদার্স গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ এনামুল কবির খানের সভাপতিত্বে অনুষ্ঠানে এসিআরএ টিএম ২.০০ এবং সোলন ২.০০ নামে নতুন দুটি মডেলের লিফট ভোক্তাদের জন্য উন্মোচন করা হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান হারুন-অর-রশিদ, কোরিয়া বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (কেবিসিসিআই) সভাপতি শাহাব উদ্দিন খান, সিগমার গ্লোবাল হেড নিকোলাস লোপাজ ও বিভিন্ন ডেভেলপার কোম্পানির শীর্ষ পর্যায়ের ব্যক্তিরা।
বিজ্ঞপ্তি