মার্কিন পণ্যের প্রদর্শনী ইউএস ট্রেড শোতে অংশ নিয়েছে রিমার্ক এলএলসি ইউএসএর অ্যাফিলিয়েটেড প্রতিষ্ঠান রিমার্ক-হারল্যান।
ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে গতকাল বৃহস্পতিবার তিন দিনব্যাপী ২৯তম ইউএস ট্রেড শো শুরু হয়েছে। আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম) ও ঢাকার মার্কিন দূতাবাস যৌথভাবে ইউএস ট্রেড শোর আয়োজন করেছে।
রিমার্ক-হারল্যানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, ইউএস ট্রেড শো প্রাঙ্গণে গতকাল রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান; মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস; ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক এবং অ্যামচেমের সভাপতি সৈয়দ এরশাদ আহমেদ।
প্রদর্শনীর শুরু থেকেই রিমার্ক-হারল্যান প্যাভিলিয়নে দর্শনার্থীদের ভিড় দেখা যায়। এখানে দর্শনার্থীরা কালার কসমেটিকস ও স্কিনকেয়ার ব্র্যান্ড নিওর, সিওডিল, লিলি, ব্লেইজ ও’ স্কিন, হারল্যান, ক্যাভোটিন, ম্যাক্স বিউ ও হোম অ্যান্ড পার্সোনাল কেয়ার ব্র্যান্ড অ্যাকনল, অরিক্স, সানবিট ও টাইলক্স ব্র্যান্ডের কালার কসমেটিকস, স্কিনকেয়ার, হোম ও পার্সোনাল কেয়ার পণ্য পাচ্ছেন।
প্রদর্শনী উপলক্ষে রিমার্ক-হারল্যান ক্রেতাদের কালার কসমেটিকস ও স্কিনকেয়ার পণ্যে ২৫ শতাংশ এবং হোম ও পার্সোনাল কেয়ার পণ্যে ১৫ শতাংশ মূল্যছাড় দিচ্ছে। এ ছাড়া সিওডিল ব্র্যান্ডের পণ্যে ২০ শতাংশ এবং ব্লেইজ ও’ স্কিনের নির্দিষ্ট পণ্যে ৪০ শতাংশ মূল্যছাড় পাচ্ছেন ক্রেতারা।
রিমার্ক-হারল্যানের গ্র্যান্ড প্যাভিলিয়নে বিভিন্ন সময় উপস্থিত থাকছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম, মেহজাবীন চৌধুরী, চিত্রনায়ক মামনুন হাসান ইমন ও মেগাস্টার শাকিব খান।
রিমার্ক এইচবির ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল আম্বিয়া বলেন, রিমার্কের লক্ষ্য হচ্ছে নকল ও ভেজালমুক্ত পণ্য ব্যবহার করে দেশের মানুষ যাতে গ্লোবাল স্ট্যান্ডার্ড অব লিভিং অনুযায়ী সব সুযোগ-সুবিধা পান। এরই ধারাবাহিকতায় রিমার্ক দেশের সবচেয়ে বড় রিটেইল চেইন শপ হারল্যান স্টোর করেছে। সেখানে পাওয়া যাচ্ছে শতভাগ নির্ভেজাল কালার কসমেটিকস, স্কিনকেয়ার, হোমকেয়ার ও পার্সোনাল কেয়ার পণ্য।