বাবার সঙ্গে পুরোনো ছবি পোস্ট করে আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ

‘আমার বাবা, আশরাফ রুবেল, আমার সব সময়ের সুপারহিরো। তিনি তরুণ বয়সে যেমন হ্যান্ডসাম, তেমনই দুর্দান্ত স্টাইলিশও ছিলেন। আমার জন্মের পরও অনেক বছর নাকি তাঁর স্টাইলের কারণে তাঁকে বাবা বলে মনেই হতো না!

তবে সময়ের সঙ্গে তাঁর স্টাইলে অনেক চেঞ্জ হয়েছে ঠিকই, কিন্তু এখনো তিনি দারুণ স্টাইলিশ একজন মানুষ! এবার বাবা দিবস আসার আগে বাবার সঙ্গে আমার একটা পুরোনো ছবি রিক্রিয়েট করেছি। তোমরা দেখে কমেন্টে জানাও কেমন লাগছে আমাদের।’

নিজের ফেসবুক পেজে বাবাকে নিয়ে এসব কথা লিখেছেন কনটেন্ট ক্রিয়েটর উম্মে মাইসুন।

কিন্তু কী উপলক্ষে? কেনই-বা লিখলেন তাঁর বাবার স্টাইল নিয়ে এসব কথা?

জুন মাসের তৃতীয় রোববার ‘বিশ্ব বাবা দিবস’। এ উপলক্ষে বাবাদের স্টাইলগুলো তুলে আনার লক্ষ্যে ‘আমার বাবার স্টাইল হবে আবার’ ক্যাম্পেইনের আয়োজন করেছে দেশের শীর্ষস্থানীয় জুতার ব্র্যান্ড এপেক্স।

বাবার সঙ্গে সন্তানের থাকা পুরোনো ও বর্তমানের দুটি ছবির সঙ্গে বাবার নাম ও তাঁর সম্পর্কে কিছু স্মৃতিকথাসহ ফেসবুক প্রোফাইলে পোস্ট করে সুযোগ এসেছে পুরস্কার জিতে নেওয়ার। এ জন্য ব্যবহার করতে হবে এপেক্সের নির্দেশিত হ্যাশট্যাগ। অংশগ্রহণকারীদের মধ্য থেকে সর্বোচ্চ রিঅ্যাকশন (লাভ রিঅ্যাক্ট) পাওয়া ২০ জন পোস্টদাতার প্রত্যেকে পাবেন পাঁচ হাজার টাকার আকর্ষণীয় গিফট ভাউচার।

ক্যাম্পেইনটির প্রচারণার অংশ হিসেবে বাবার সঙ্গে পুরোনো-নতুন ছবি নিজের ফেসবুক পেজে পোস্ট করে ইনফ্লুয়েন্সার সৌভিক আহমেদ লিখেছেন, ‘আমার আব্বু জগলুল আহমেদ, তরুণ বয়স থেকেই তিনি অনেক স্টাইলিশ ছিলেন।’ তিনি আরও লেখেন, ‘আব্বুকে ছোটবেলা থেকেই কপি করার চেষ্টা করে আসছে আমার ভাই। সে অনেকাংশে সফলও হয়েছে, যেটা আমি কখনো পারিনি। তবে আমার ভাইয়ের চাইতে আব্বুর সঙ্গে আমার চেহারার মিলই বেশি।’

সোশ্যাল মিডিয়ায় ‘বাপকা বেটা’ হিসেবে ব্যাপক জনপ্রিয় শিশু ঋতুরাজ ভৌমিক বাবা শুভাশীষ ভৌমিকের সঙ্গে ২০১৮ ও ২০২৪ সালের দুটি ছবি নিজেদের ফেসবুক পেজে পোস্ট করে জানতে চেয়েছে, ‘বলুন তো, সময়ের সঙ্গে সঙ্গে এই ছবি দুটির মধ্যে কী কী পরিবর্তন এসেছে? বাবার সঙ্গে অনেক বছর পর পর এ ধরনের স্মৃতি ধরে রাখা অমূল্য একটা ব্যাপার।’

বাবাকে নিয়ে ‘দ্য আউটসাইডার’ পেজের বাইকপ্রেমী রাহাতের গল্পটা একটু অন্য রকম। তিনি তাঁর ফেসবুক পেজে লিখেছেন, ‘প্রথমে বাইকে ওঠানো থেকে বাইক চালানো শেখা, আব্বু সব সময় পাশে ছিলেন, আমাদের সব কষ্ট বা সুখে!’ তিনি আরও লেখেন, ‘আজ পর্যন্ত সকল প্রকার ডিসিশনে আমার পাশে ছিলেন এবং সাপোর্ট করে যাচ্ছেন। বাবা দিবসের শুভেচ্ছা, আব্বু’।

কনটেন্ট ক্রিয়েটর মারিশা রহমান নিজের বাবা সম্পর্কে ফেসবুক পেজে লিখেছেন, ‘আমার বাবা আজিজুর রহমান, খুবই সুদর্শন ও অ্যাকটিভ। তাঁর পোশাকের পছন্দ ছিল অসাধারণ, মাশা আল্লাহ। তরুণ বয়সে তিনি খুবই স্টাইলিশ ছিলেন এবং অফিস, মিটিং বা গেট টুগেদারের আগে নিজেকে সুন্দরভাবে প্রস্তুত করতেন।’

জনপ্রিয় ইনফ্লুয়েন্সার সাকিব বিন রশিদও এ আয়োজনকে সবার সামনে তুলে ধরতে নিজের ফেসবুক পেজ থেকে পোস্ট দিয়ে লিখেছেন, ‘সবাই বলে আমার বাবা বেশ ফটোজেনিক। ওনার ছবি ভালো আসে। নিজে ফ্যাশন নিয়ে খুব একটা সচেতন না হলেও তাঁর নিজস্ব একটা স্টাইল আছে। তবে অল্প বয়সের বড় চুল আর আজকের পাকা দাঁড়ি-টুপি, দুই লুকেই আব্বুকে দারুণ স্টাইলিশ লাগে।’

পাঠক, আপনার বাবাও হয়তো তরুণ বয়সে দারুণ স্টাইলিশ হিসেবে পরিচিত ছিলেন। কিন্তু দিনবদলের পালায় পরিবারের নানা দায়িত্বের মধ্যে এখন আর সেসব স্টাইলের কথা তাঁর মনেও নেই! তাই তাঁর সেই স্টাইলকে সবার সামনে তুলে ধরতেই এই উদ্যোগ নিয়েছে এপেক্স।

আপনিও অংশ নিতে পারেন ব্যতিক্রমী এই আয়োজনে ‘আমার বাবার স্টাইল হবে আবার’ ক্যাম্পেইনে অংশগ্রহণের শর্তাবলি

১. আপনার বাবার সঙ্গে আপনার পুরোনো একটি ছবি রিক্রিয়েট করতে হবে।

২. পুরানো ছবির সঙ্গে রিক্রিয়েট করা ছবি আপনার ফেসবুক প্রোফাইল থেকে পাবলিক অপশন অন করে শেয়ার দিতে হবে।

৩. ক্যাপশনে অবশ্যই #ApexFathersDay #AmarBabarStyleHobeAbar হ্যাশট্যাগ সংযুক্ত করতে হবে।

৪. প্রয়োজনে এই ক্যাম্পেইনের নিয়মাবলি যেকোনো সময় পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন কিংবা বাতিল ঘোষণা করার ক্ষমতা রাখে কর্তৃপক্ষ।

৫. ক্যাম্পেইনে অংশগ্রহণের শেষ সময় ১৯ জুন ২০২৪।