শেলটেক গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান শেলটেক সিরামিকস লিমিটেড সম্প্রতি অরূপান্তরযোগ্য অগ্রাধিকারমূলক শেয়ার ছেড়ে ১৫০ কোটি টাকা উত্তোলন করেছে। ভবিষ্যৎ অর্থনৈতিক ঝুঁকি এড়ানোর কৌশল হিসেবে শেলটেক সিরামিকসের ব্যবস্থাপনা পর্ষদ এ পদক্ষেপ নিয়েছে।
শেলটেক সিরামিকস লিমিটেড ২০১৯ সালের ফেব্রুয়ারিতে বাণিজ্যিক উৎপাদন শুরু করে। ইউরোপীয় প্রযুক্তির অত্যাধুনিক কারখানায় দৈনিক ৪ লাখ ২০ হাজার বর্গফুট (৩৯ হাজার বর্গমিটার) ফ্লোর ও ওয়াল টাইলস উৎপাদন করতে পারে কোম্পানিটি। বাজারের প্রবণতা ও ক্রেতাদের পছন্দ মাথায় রেখে বিভিন্ন ধরনের নকশা ও টেক্সচারের আন্তর্জাতিক মানের টাইলস উৎপাদন করে শেলটেক সিরামিকস।