দক্ষিণ এশিয়ায় পর্যটনশিল্পের বৃদ্ধি এবং বিকাশে অবদানের জন্য ‘ফেস অব সাউথ এশিয়া অ্যাওয়ার্ড’ পেয়েছেন ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. শাখাওয়াত হোসেন। গত শুক্রবার নেপালের রাজধানী কাঠমান্ডুতে ট্যুরিজম এশিয়ান ট্রাভেল অ্যাওয়ার্ডস (এসএটিএ) ২০২৪-এর অষ্টম আসরে তাঁকে এ পুরস্কার দেওয়া হয়। নেপালের সংস্কৃতি, পর্যটন ও বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী শ্রীবদ্রী প্রসাদ পান্ডে পুরস্কার তুলে দেন।
মো. শাখাওয়াত হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ থেকে পিএইচডি করছেন এবং একাধিক জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন। বর্তমানে তিনি ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসির সিইও, যার মালিকানাধীন প্রতিষ্ঠান হচ্ছে ওয়েস্টিন ঢাকা, শেরাটন ঢাকা এবং হানসা প্রিমিয়াম রেসিডেন্স।