সৃজনশীল যোগাযোগের ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য ১৪৬টি বিজ্ঞাপনী প্রচারণাকে ২৬টি ক্যাটাগরিতে সম্মাননা দিয়েছে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম। যোগাযোগ ও বিপণন খাতে কর্মরত ও অভিজ্ঞ ৭০০ জনের বেশি অতিথির উপস্থিতিতে ব্রোঞ্জ, সিলভার, গোল্ড, গ্র্যান্ড প্রিক্স—এই চার বিভাগে সেরা বিজ্ঞাপনগুলোকে সম্মানিত করা হয়।
সম্প্রতি কমওয়ার্ড: এক্সিলেন্স ইন ক্রিয়েটিভ কমিউনিকেশনের ১৩তম সংস্করণে এই সম্মাননা দেওয়া হয়। ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের সহযোগিতায় রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে একটি জমকালো অনুষ্ঠানে এই আয়োজন করা হয়। খবর বিজ্ঞপ্তি
এবারের আয়োজনে বাংলাদেশের বিজ্ঞাপনী শিল্পের অন্যতম প্রতিষ্ঠাতা ও অ্যাডকম লিমিটেডের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান গীতি আরা সাফিয়া চৌধুরীকে বাংলাদেশের সৃজনশীল শিল্পে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে আজীবন সম্মাননা দেওয়া হয়।
১৩তম কমওয়ার্ডে ২১টি গোল্ডেন, ৫০টি সিলভার ও ৭৫টি ব্রোঞ্জ সম্মাননা প্রদান করা হয়। এ বছর কোনো গ্র্যান্ড প্রিক্স পদক দেওয়া হয়নি।
উদ্বোধনী বক্তৃতায় বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক শরিফুল ইসলাম বলেন, ‘এ বছর কমওয়ার্ড আমাদের সৃজনশীল যোগাযোগ শিল্পের উল্লেখযোগ্য অগ্রগতির প্রমাণ। আমাদের এই শিল্প সৃজনশীলতার অসাধারণ স্বাক্ষর রেখেছে। এতে প্রমাণিত হয়, বাংলাদেশের সৃজনশীল বিজ্ঞাপনী প্রচারণা শুধু এগিয়ে যাচ্ছে না, বরং নেতৃত্ব দিচ্ছে।’
বাংলাদেশে বিজ্ঞাপনী শিল্পের অন্যতম অগ্রদূত রেজা আলীর সম্মানে ‘রেজা আলী ইনডিপেনডেন্ট স্পিরিট অ্যাওয়ার্ড’ দেওয়া হয় অনুষ্ঠানে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অ্যাডকম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাজিম ফারহান চৌধুরী। প্যানেল সদস্য হিসেবে অংশগ্রহণ করেন গ্রামীণফোন লিমিটেডের বিপণন পরিচালক ফারহা নাজ জামান অরূপ আই, গ্রে অ্যাডভারটাইজিংয়ের নির্বাহী সৃজনশীল পরিচালক সাইফুল আজম চৌধুরী প্রমুখ।