মোবাইল অপারেটর প্রতিষ্ঠান বাংলালিংকের বার্ষিক আয় আগের বছরের চেয়ে ১৪ দশমিক ৪ শতাংশ বেড়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটির ফোর–জি গ্রাহকও বেড়েছে সাড়ে ২৪ শতাংশ।
আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলালিংক এসব তথ্য জানিয়েছে। বাংলালিংক বলছে, তাদের বার্ষিক আয় বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ১৫০ কোটি টাকায়। প্রতিষ্ঠানটি তাদের এই আয় বৃদ্ধির কারণ হিসেবে বলছে ফোর–জি গ্রাহক সংখ্যার উল্লেখযোগ্য বৃদ্ধি। তাদের ফোর–জি গ্রাহক ২৪ দশমিক ৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ২ কোটি ফোর-জি গ্রাহকে পৌঁছেছে।
এ ছাড়া তাদের ‘ডিজিটাল অপারেটর ১৪৪০’ কৌশলের মাধ্যমে প্রতি মিনিটে গ্রাহকদের সঙ্গে যুক্ত থাকা এবং দেশব্যাপী নেটওয়ার্কের উল্লেখযোগ্য সম্প্রসারণও আয় বৃদ্ধিতে ভূমিকা রেখেছে। তাদের টাওয়ার সংখ্যা বেড়ে হয়েছে ১৬ হাজারের বেশি। বাংলালিংকের গ্রাহক সংখ্যা ৪ কোটি ৩৫ লাখ।
বাংলালিংক জানায়, ডিজিটাল সেবায় সক্ষমতা বাড়াচ্ছে বাংলালিংক। বাংলালিংকের মাইবিএল সুপার অ্যাপ দেশের টেলিকম খাতের প্রথম সুপার অ্যাপ, যা অন্য মোবাইল অপারেটরের গ্রাহকেরাও ব্যবহার করতে পারবেন। অ্যাপটি ব্যবহারে মানুষের প্রাত্যহিক জীবন আরও সহজ করেছে। গুগল প্লে স্টোরের লাইফস্টাইল বিভাগে শীর্ষ স্থান অর্জন করেছে মাইবিএল সুপার অ্যাপ। ২০২৩ সালের চতুর্থ প্রান্তিকে এই অ্যাপের মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ছিল প্রায় ৮০ লাখ।
বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এরিক অস বলেন, উদ্ভাবন, বিশ্বাস ও মানসম্মত সেবা প্রদানের কারণেই বাংলালিংক দুই অঙ্কের প্রবৃদ্ধি অব্যাহত রাখতে পেরেছে। গ্রাহকদের অগ্রাধিকার দিয়ে, ডিজিটাল অপারেটর কৌশলের মাধ্যমে বাংলাদেশের ডিজিটাল সেবা খাতে আরও নতুন মাত্রা যোগ করার আশা প্রকাশ করেন।