সরকারি আর্থিক প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) কর্মকর্তা সমিতির ১৯ তম কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে ফারুক-তাপস পরিষদ বিজয়ী হয়েছে।
সভাপতি পদে মো. ফারুক আলম, সহ-সভাপতি পদে মোহাম্মদ তৌহিদ আহমদ, সাধারণ সম্পাদক পদে তাপস ঢালী, সহসাধারণ সম্পাদক পদে মাঈনুদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক পদে মো. মাসুদ রানা, কোষাধ্যক্ষ পদে মাসুম বিল্লাহ, সাংস্কৃতিক সম্পাদক পদে মো. খায়রুল ইসলাম, প্রকাশনা সম্পাদক পদে মো. মোহাইমেনুল ইসলাম, ক্রীড়া সম্পাদক পদে মো. তরিকুল ইসলাম, আপ্যায়ন সম্পাদক পদে ফয়ছাল কবীর নির্বাচিত হয়েছেন; নির্বাহী সদস্য হিসেবে মো. সোহেল আহমদ, এ কে এম মশিউর রহমান ও খালেদ মোর্শেদ নির্বাচিত হয়েছেন। এই কমিটির মেয়াদ দুই বছর।