মিনিসো হেড কোয়ার্টার তাদের ‘গ্লোবাল স্ট্র্যাটেজিক পার্টনার্স সামিট ফোরাম’-এ মিনিসো বাংলাদেশকে সেরা হিসেবে পুরস্কৃত করেছে। গত মার্চের দ্বিতীয় সপ্তাহে চীনের গুয়াংজুতে অনুষ্ঠিত এ ফোরামে মিনিসোর চেয়ারম্যান গুওফু ইয়ে মিনিসো বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেন। সফলতার দিক থেকে প্রতিবেশী দেশ পাকিস্তান, নেপাল ও ভারতকে ছাড়িয়ে গেছে মিনিসো বাংলাদেশ।
মিনিসো বাংলাদেশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মিনিসো বাংলাদেশের পরিচালক শাহ রাইদ চৌধুরী, চৌধুরী আসিফুজ্জামান ও এম আর শাহীনের হাতে পুরস্কারটি তুলে দেন মিনিসো গ্লোবালের ভাইস প্রেসিডেন্ট ভিনসেন্ট হুয়াং এবং এশিয়া ও অস্ট্রেলিয়ার হেড অব সেলস সুসাস চেন।
মিনিসো বাংলাদেশের পরিচালক শাহ রাইদ চৌধুরী বলেন, ‘এটি আমাদের জন্য সত্যিই একটি আবেগঘন ও আনন্দময় মুহূর্ত। কারণ, আমরা এই ফোরামে উপস্থিত ১০০টির বেশি দেশের সামনে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছি।’
২০১৩ সালে মিনিসো চীন আর জাপানের টোকিওতে যাত্রা শুরু করে। এর মালিক চীনা উদ্যোক্তা গুওফু ইয়ে। রপ্তানিমুখী পোশাক খাতের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী ইভিন্স গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান মিনিসো বাংলাদেশ লিমিটেড মিনিসোর অনুমোদিত কান্ট্রি ফ্র্যাঞ্চাইজি। বর্তমানে ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও সিলেটে মিনিসোর ২২টি বিক্রয়কেন্দ্র রয়েছে।