নিলুফার রহমান ফিন্যান্সিয়াল এক্সিলেন্সের নতুন সিইও

নিলুফার রহমান ফিন্যান্সিয়াল এক্সিলেন্স লিমিটেডের নতুন সিইও হিসেবে যোগ দিয়েছেন। ১ আগস্ট তিনি এই পদে যোগ দেন। অর্থায়ন, মানবসম্পদ ব্যবস্থাপনা ও কৌশলগত ব্যবসা উন্নয়নে সব মিলিয়ে প্রায় ২০ বছরের বেশি অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিনি ফিনেক্সেলের প্রবৃদ্ধি ও সম্প্রসারণে কাজ করবেন।

নিলুফার রহমান এর আগে বহুজাতিক কোম্পানি আমেরিকান এক্সপ্রেস ব্যাংক বাংলাদেশ, সিটিব্যাংক এনএ, ডিএইচএলে কাস্টমার কেয়ার ও রিলেশনশিপ ম্যানেজমেন্ট বিভাগে কাজ করেছেন। এ ছাড়া তিনি করপোরেট ফান্ডিং, কাস্টমার সেবা, রিলেশনশিপ ম্যানেজমেন্ট, প্রায়োরিটি ব্যাংকিং বিভাগে ইস্টার্ণ ব্যাংকে দীর্ঘদিন কাজ করেছেন।

নিলুফার রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছেন। তিনি সাবেক গভর্নর লুৎফর রহমান সরকারের কন্যা।