দারাজের চিফ মার্কেটিং অফিসার হলেন তালাত রহিম

তালাত রহিম
তালাত রহিম

দেশের শীর্ষস্থানীয় ই-কমার্স মার্কেটপ্লেস ‘দারাজ বাংলাদেশ’-এর চিফ মার্কেটিং অফিসার হিসেবে নিয়োগ পেয়েছেন তালাত রহিম। গত বুধবার তিনি নতুন কর্মস্থলে যোগদান করেছেন।

তালাত রহিম দারাজ বাংলাদেশ লিমিটেডের বিপণনসংক্রান্ত বিষয়গুলো ব্যবস্থাপনা ও তদারকির দায়িত্ব পালন করবেন। দীর্ঘ ১৭ বছরের অভিজ্ঞতায় দারাজে যোগদানের আগে তিনি ডাবর বাংলাদেশ লিমিটেডের বিপণন প্রধান হিসেবে কাজ করেছেন। এ ছাড়া তিনি ল’রিয়াল বাংলাদেশ লিমিটেড, পারফেটি ভ্যান মেলে বিডি প্রাইভেট লিমিটেড এবং এসিআই লিমিটেডে কাজ করেছেন।
তালাত রহিম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। দেশের মার্কেটিং কমিউনিটিতে তিনি পরিচিত মুখ।

দারাজ কর্তৃপক্ষ বিশ্বাস করে, তালাতের অভিজ্ঞতা ও দক্ষতা প্রতিষ্ঠানের জন্য মূল্যবান সম্পদ হবে। তিনি তাঁর অর্জিত জ্ঞান ও নেতৃত্বের মাধ্যমে দারাজকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে সক্ষম হবেন। বিজ্ঞপ্তি