সবুজ উঠানে, খোলা আকাশের নিচে বসে ভরা পূর্ণিমা উপভোগ—রাজধানীর যান্ত্রিক জীবনে এমন আবাসন কেবল স্বপ্নেই সম্ভব। আর এই স্বপ্নকেই বাস্তবে রূপ দিয়েছে রিয়েল এস্টেটজগতের অন্যতম বিশ্বস্ত এবং একঝাঁক নিবেদিত কর্মীর প্রতিষ্ঠান বিডিডিএল প্রোপার্টিজ লিমিটেড।
সুনিপুণ নির্মাণশৈলী ও দক্ষ স্থাপত্যের কারুকার্যে ধানমন্ডিতে নির্মিত হচ্ছে বিডিডিএল প্রোপার্টিজ লিমিটেডের নতুন প্রকল্প ‘বিডিডিএল পিস পার্ক’। সর্বোচ্চ আধুনিকতা এবং নির্মল সবুজের এক অপূর্ব মিশ্রণ ঘটেছে স্বপ্নের এ আবাসনে। ব্যতিক্রম ও পরিবেশবান্ধব ডিজাইনে সুরক্ষিত নির্মাণের পাশাপাশি দক্ষ পেশাদারত্ব এবং প্রতিশ্রুত গ্রাহকসেবার মাধ্যমে ক্রেতাদের মধ্যে ইতিমধ্যেই আস্থার নাম হয়ে উঠেছে বিডিডিএল প্রোপার্টিজ লিমিটেড। শতভাগ রাজউক প্ল্যান এবং বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড মেনে সর্বোচ্চ আধুনিক, নিরাপদ ও দৃষ্টিনন্দন ভবন নির্মাণে বিডিডিএল প্রোপার্টিজ দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান।
ধানমন্ডি লেক–সংলগ্ন এই আধুনিক ভবনের কাছাকাছি রয়েছে স্বনামধন্য স্কুল, কলেজ, ডক্টরস চেম্বারস ও আধুনিক সব শপিং মল। উচ্চবিত্তের রুচি আর জীবনযাত্রার বিষয় মাথায় রেখে এই ভবনে রয়েছে জিমনেসিয়াম, সুইমিংপুল, রুফ টপ গ্রিন এরিয়া, বারবিকিউ জোন। এ ছাড়া পাখির কলতান, নিরিবিলি সবুজে ঘেরা এই ভবনে ব্যবহার করা হয়েছে বিশ্বের দামি সব ব্র্যান্ডের ফিটিংস। দক্ষিণ-পূর্বমূখী হওয়ায় এবং নান্দনিক ডিজাইনের কারণে ফ্ল্যাটে রয়েছে পর্যাপ্ত আলো-বাতাসের ব্যবস্থা।
মোট ৯ দশমিক ৮ কাঠা প্লটে ১০ তলাবিশিষ্ট বিডিডিএল পিস পার্কে রয়েছে ২ হাজার ৩১৫ বর্গফুট ও ২ হাজার ৫২৫ বর্গফুটের দুই সাইজের ফ্ল্যাট। বেজমেন্ট ও গ্রাউন্ড ফ্লোরে কার পার্কিং সুবিধাসহ গ্রাউন্ড ফ্লোরে রয়েছে আধুনিক রিসিপশন, ড্রাইভারস ওয়েটিং রুম। সেন্ট্রাল সিসিটিভি ক্যামেরা দ্বারা সম্পূর্ণ ভবনকে ঢেকে নিশ্চিত করা হয়েছে ভবনের নিরাপত্তা।
এ ছাড়া রয়েছে দুটি আধুনিক লিফট, যা রুফ টপ পর্যন্ত বিন্যস্ত। রয়েছে উচ্চ ক্ষমতাসম্পন্ন জেনারেটর, ফায়ার এক্সটিংগুইশারসহ সব আধুনিক সুবিধা। যান্ত্রিক জীবনের মাঝে সবুজের সঙ্গে আধুনিক বিলাসিতার এক সংমিশ্রণ হয়েছে বিডিডিএল পিস পার্কে। যেখানে নিশ্চিত করা হয়েছে আপনার ও আপনার পরিবারের নিরাপদ ভবিষ্যতের নিশ্চয়তা। এককথায়, আপনার স্বপ্নীল ভবিষ্যতের বাস্তব রূপ বিডিডিএল পিস পার্ক।