দেশের ব্যবসা খাতের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সম্মাননা জানাতে অনুষ্ঠিত হলো বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডসের তৃতীয় আয়োজন। গত বৃহস্পতিবার রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে আয়োজিত অনুষ্ঠানে দেশের ২২ শীর্ষ কর্মকর্তাকে তাঁদের অসামান্য অবদানের জন্য পুরস্কৃত করা হয়।
বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত এই উদ্যোগের পৃষ্ঠপোষকতা করেছে ইউনাইটেড গ্রুপ। সহযোগিতায় ছিল বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেড (বিএসআরএম) এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি।
অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক শরিফুল ইসলাম বলেন, ‘আজকের দ্রুত পরিবর্তনশীল বিশ্বে উদ্ভাবন এবং নেতৃত্ব শুধু আকাঙ্ক্ষা নয়, প্রয়োজন। লিডারশিপ সামিট এবং বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডসের মাধ্যমে আমরা স্বপ্নদ্রষ্টাদের উদ্যাপন করছি এবং তাঁদের গুরুত্বপূর্ণ অবদানকে স্বীকৃতি দিচ্ছি। পাশাপাশি উদ্ভাবন এবং পরিবর্তনের পথে নেতৃত্বের দায়িত্ব আমরা গ্রহণ করেছি।’
এবারের আয়োজনে পুরস্কার প্রদান ছাড়াও অনুষ্ঠিত হয় বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের ফ্ল্যাগশিপের অষ্টম লিডারশিপ সামিট। এর প্রতিপাদ্য ‘ইনোভেট, ইনস্পায়ার, লিড: দ্য পাথ টু ফাইভ–এক্স গ্রোথ।’ প্যানেল আলোচনায় নেতৃত্ব ও উদ্ভাবনের বিভিন্ন দিক উঠে আসে। বিশেষজ্ঞরা আলোচনা করেন নতুন প্রজন্মের জন্য নেতৃত্বের সুযোগ এবং বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে।
সামিটে দুটি কি-নোট সেশন ও একটি প্যানেল ডিসকাশন ছিল। মূল কি-নোট সেশনটি পরিচালনা করেন সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক পাশা মাহমুদ।
প্যানেলটি পরিচালনা করেন লিন্ডে বাংলাদেশ লিমিটেডের ইনডিপেনডেন্ট ডিরেক্টর শেহজাদ মুনিম। প্যানেলটির সদস্য এবং আলোচক হিসেবে ছিলেন দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের শীর্ষস্থানীয় কর্মকর্তারা।
আয়োজনটির নলেজ পার্টনার মার্কেটিং সোসাইটি অব বাংলাদেশ, একাডেমিক পার্টনার বিবিএফ একাডেমি, টেকনোলজি পার্টনার আমরা টেকনোলজিস লিমিটেড এবং পিআর পার্টনার হিসেবে ছিল ব্যাকপেজ পিআর।
তৃতীয় বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডসের জন্য এবার ৩৩টি প্রতিষ্ঠান থেকে মোট ৮৭টি মনোনয়ন জমা পড়ে। বিচারকমণ্ডলীর কঠোর পর্যালোচনার পর বিজয়ীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। এই আয়োজন দেশের ব্যবসায়িক খাতের উদ্ভাবনী শক্তি ও নেতৃত্বকে এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।
এ বছর পুরস্কার পেলেন যাঁরা— প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)/ব্যবস্থাপনা পরিচালক (এমডি) অব দ্য ইয়ার (এফএমসিজি) আহসান খান চৌধুরী, চেয়ারম্যান ও সিইও প্রাণ-আরএফএল গ্রুপ; (আরএমজি) আলী রেজা ইফতেখার, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, ইস্টার্ণ ব্যাংক পিএলসি, (ফিন্যান্সিয়াল ইনস্টিটিউশনস) আবদুল্লাহ হিল রাকিব, ব্যবস্থাপনা পরিচালক, টিম গ্রুপ; (টেক) এস এম মাহবুবুল আলম, ব্যবস্থাপনা পরিচালক, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি; (টেক) রেজওয়ানুল হক, প্রধান নির্বাহী কর্মকর্তা, ইসমার্টু টেকনোলজি বিডি লিমিটেড; (উদ্ভাবন) কামাল কাদির, প্রধান নির্বাহী কর্মকর্তা, বিকাশ লিমিটেড এবং (ইমার্জিং কোম্পানি) রেদওয়ান রনি, প্রধান নির্বাহী কর্মকর্তা, চরকি।
বার্ষিক ১ হাজার কোটি টাকার বেশি ব্যবসার জন্য রথেন্দ্র নাথ পাল, ব্যবস্থাপনা পরিচালক, আরএফএল গ্রুপ। বার্ষিক ২ হাজার কোটি টাকার বেশি ব্যবসার জন্য আমির আলি হুসেন, ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেড (বিএসআরএম)। বার্ষিক ১০০ কোটি থেকে ৪৯৯ কোটি টাকার ব্যবসার জন্য সেলিম এইচ রহমান, ব্যবস্থাপনা পরিচালক, হাতিল কমপ্লেক্স লিমিটেড। বার্ষিক ১০০ কোটি টাকার কম ব্যবসার জন্য এস এম জিয়াউল হক, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসি।
প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও)/ অর্থ পরিচালক অব দ্য ইয়ার তুষার ভৌমিক, প্রধান অর্থ কর্মকর্তা, ব্র্যাক; প্রধান বিপণন কর্মকর্তা (সিএমও)/ বিপণন পরিচালক অব দ্য ইয়ার মীর নওবুত আলী, চিফ মার্কেটিং অফিসার (সিএমও), বিকাশ লিমিটেড।
প্রধান মানবসম্পদ কর্মকর্তা (সিএইচআরও)/ মানবসম্পদ পরিচালক অব দ্য ইয়ার শারমিন সুলতান, প্রধান মানবসম্পদ কর্মকর্তা, জিপিএইচ ইস্পাত লিমিটেড এবং সৈয়দা তাহিয়া হোসেন, প্রধান মানবসম্পদ কর্মকর্তা, গ্রামীণফোন লিমিটেড।
প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও)/ প্রযুক্তি পরিচালক অব দ্য ইয়ার জয় প্রকাশ, প্রধান প্রযুক্তি কর্মকর্তা, গ্রামীণফোন লিমিটেড; প্রধান সাপ্লাই চেইন কর্মকর্তা (সিএসসিও)/ সাপ্লাই চেইন পরিচালক অব দ্য ইয়ার পারভেজ সাজ্জাদ, পরিচালক, সাপ্লাই চেইন, নেসলে বাংলাদেশ পিএলসি; প্রধান ডিজিটাল কর্মকর্তা (সিডিও)/ ডিজিটাল পরিচালক অব দ্য ইয়ার সারজিল সরোয়ার, রিজিওনাল হেড তথ্য ও ডিজিটাল প্রযুক্তি, বিএটি বাংলাদেশ; প্রধান তথ্য কর্মকর্তা (সিআইও)/ তথ্য পরিচালক অব দ্য ইয়ার নিরঞ্জন শ্রীনিবাসন, প্রধান তথ্য কর্মকর্তা, গ্রামীণফোন লিমিটেড।
প্রধান অপারেশন কর্মকর্তা (সিওও)/ অপারেশন পরিচালক অব দ্য ইয়ার মো. মোহসিন হাবিব চৌধুরী, সিওও এবং পরিচালক, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড। প্রধান ব্যবসা কর্মকর্তা (সিবিও)/ ব্যবসা পরিচালক অব দ্য ইয়ার বিনয় দাস, মার্কেটিং ও সেলস হেড (অতিরিক্ত পরিচালক), এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড।
প্রধান করপোরেট অ্যাফেয়ার্স কর্মকর্তা (সিসিএও)/ করপোরেট অ্যাফেয়ার্স পরিচালক অব দ্য ইয়ার বিটপি দাস চৌধুরী, কান্ট্রি হেড, করপোরেট অ্যাফেয়ার্স, ব্র্যান্ড এবং মার্কেটিং, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশ।