ঢাকায় অনুষ্ঠিত হয়েছে এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৪। আজ বৃহস্পতিবার রাজধানীর শেরাটন হোটেলে দিনব্যাপী এই আয়োজনের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী।
এনআরবি ওয়ার্ল্ডের প্রেসিডেন্ট মো. শাহীদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন এনআরবি ওয়ার্ল্ডের প্রধান উপদেষ্টা আজিজ আহমেদ, ইউকে বিসিসিআইয়ের চেয়ারম্যান ইকবাল আহমেদ ওবিই, এনআরবি ওয়ার্ল্ড সাপোর্ট ফোরামের ভাইস চেয়ারম্যান প্রীতি চক্রবর্তী, গ্লোবাল এনআরবি চেম্বারের সেক্রেটারি হেমি হোসেন এবং এনআরবি ওয়ার্ল্ডের ফাউন্ডার এনামুল হক এনাম।
এনআরবি ওয়ার্ল্ড সামিটের আয়োজক প্রবাসী বাংলাদেশিদের সংগঠন গ্লোবাল এনআরবি ওয়ার্ল্ড এবং বিজনেস এশিয়া ম্যাগাজিন। আয়োজনে সহযোগী হিসেবে রয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), গ্লোবাল এনআরবি চেম্বার ও ‘বিজনেস আমেরিকা ম্যাগাজিন’।
সম্মেলনে বিভিন্ন দেশে থাকা প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন। তাঁদের মধ্যে আছেন উদ্যোক্তা, ব্যবসায়ী, রাজনীতিবিদ, চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষাবিদ, প্রযুক্তিবিদ। দিনব্যাপী আয়োজনে বাংলাদেশের উন্নয়নে প্রবাসীদের অংশগ্রহণকে আরও বিস্তৃত ও অর্থবহ করতে শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি, বিনিয়োগ, ব্যাংকিং, কৃষি, পর্যটন, আবাসন, রপ্তানি বিষয়ে সেমিনার হয়। এ ছাড়া বিভিন্ন খাতে অবদান রাখায় প্রবাসী বাংলাদেশিদের গ্লোবাল এনআরবি অ্যাওয়ার্ড দেওয়া হয়।