দেশে বিক্রয়কেন্দ্র চালু করেছে মার্কিন পোশাক নির্মাতা প্রতিষ্ঠান লিভাই স্ট্রাউস অ্যান্ড কোং, যা সংক্ষেপে লিভাইস নামে অধিক পরিচিত। সম্প্রতি রাজধানীর বনানীতে লিভাইসের প্রথম বিক্রয়কেন্দ্রটি উদ্বোধন করা হয়।
বাংলাদেশের তৈরি পোশাক খাতের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী ডিবিএল গ্রুপের সঙ্গে চুক্তির আওতায় ঢাকায় স্টোর খুলেছে লিভাইস। এর আগে ডিবিএলের হাত ধরে দেশে স্পোর্টসওয়্যার ব্র্যান্ড পুমা, নাইকি ও অ্যাডিডাস বিক্রয়কেন্দ্র চালু করে। লিভাইসের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিশ্বের অন্যতম বড় ফ্যাশন কোম্পানি হচ্ছে লিভাইস। ১৮৫৩ সালে যুক্তরাষ্ট্রে লিভাই স্ট্রাউস অ্যান্ড কোম্পানি প্রতিষ্ঠা করেন লিভাই স্ট্রাউস। ১৮৭৩ সালে প্রতিষ্ঠানটি ব্লু জিনস তৈরি করার উদ্যোগ নেয়। বর্তমানে বিশ্বের শতাধিক দেশে লিভাইসের প্রায় তিন হাজার বিক্রয়কেন্দ্র রয়েছে।
বনানীর ১১ নম্বর সড়কে ২ হাজার ২৭০ বর্গফুট জায়গা নিয়ে লিভাইসের বিক্রয়কেন্দ্রটি করা হয়েছে। এখান থেকে নারী ও পুরুষ উভয় শ্রেণির ক্রেতা জিনস, টি–শার্ট, পোলো শার্টসহ বিভিন্ন ডেনিম ও নন-ডেনিম পোশাক কিনতে পারবেন।
লিভাই স্ট্রাউস অ্যান্ড কোম্পানির দক্ষিণ এশিয়া-মধ্যপ্রাচ্য ও আফ্রিকার (এসএএমইএ) জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক আমিশা জৈন বলেন, ‘ঢাকায় প্রথম বিক্রয়কেন্দ্র চালুর মাধ্যমে লিভাইসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হচ্ছে। বাংলাদেশে ১৬ কোটির বেশি জনসংখ্যা রয়েছে। বড় এই জনসংখ্যার খুচরা বাজারে ব্যবসা সম্প্রসারণের বিশাল সুযোগ রয়েছে আমাদের সামনে। বাংলাদেশি ক্রেতাদের সেরা লাইফস্টাইল পোশাকের ব্র্যান্ড হওয়াই আমাদের লক্ষ্য।’