বাংলাদেশে উদ্যোক্তাদের ক্ষমতায়নের লক্ষ্যে ১৬তম বার্ষিক গ্লোবাল এন্ট্রাপ্রেনিউরশিপ উইক বা বিশ্ব উদ্যোক্তা সপ্তাহ শুরু হয়েছে। ১৩ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত এটি পালন করা হবে। ৭৮টির বেশি অংশীদার প্রতিষ্ঠানের অংশগ্রহণে দেশের ৮টি বিভাগের ৩০টি জেলায় ২০০টির বেশি অনুষ্ঠান হবে। খবর বিজ্ঞপ্তি
শিক্ষাপ্রতিষ্ঠান, চেম্বার অব কমার্স, অ্যাসোসিয়েশন, সরকারি সংস্থা, আন্তর্জাতিক সংস্থা ও যুব সংগঠনগুলো সপ্তাহব্যাপী অনুষ্ঠানমালায় অংশ নেবে। আশা করা হচ্ছে, এক লাখের বেশি মানুষ সরাসরি এসব অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এ ছাড়া অনলাইনে আরও ৩০ লাখ মানুষ এর সঙ্গে সংযুক্ত হবেন।
১৩ নভেম্বর আনুষ্ঠানিকভাবে জিইএন বাংলাদেশ আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে সপ্তাহব্যাপী উৎসবের সূচনা হয়। এ মহাসমাবেশে স্টার্টআপ, উচ্চাকাঙ্ক্ষী উদ্যোক্তা, ইকোসিস্টেম নির্মাতা, পরামর্শদাতা, বিনিয়োগকারী ও উৎসাহী অংশগ্রহণকারীরা একত্র হয়েছেন।
জিইএন বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মো. সবুর খান অনুষ্ঠানে উপস্থিত সবাইকে উষ্ণ অভিবাদন ও আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বাংলাদেশের ভেতরে উদ্যোক্তা সহায়তা ইকোসিস্টেম শক্তিশালী করার জন্য সবার সহযোগিতায় গুরুত্বারোপ করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন এফবিসিসিআই ইনোভেশন অ্যান্ড রিসার্চ সেন্টারের প্রধান নির্বাহী কর্মকর্তা বিকর্ণ কুমার ঘোষ, ইজেরমার্টজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জেরিন খান, ইনস্টিটিউট অব হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড হসপিটালিটির ব্যবস্থাপনা পরিচালক রুবিনা হোসাইন, ইন্সপায়ারিং বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ইমরান ফাহাদ, টার্টল ভেঞ্চার স্টুডিওর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা সারাবান তহুরা তুরিন, হারনেট টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা আলসা প্রধান, প্যারাগন পাম্প লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. গোলাম মোস্তফা প্রমুখ।
বিশ্ব উদ্যোক্তা সপ্তাহের আয়োজক কে এম হাসান উদ্বোধনী অনুষ্ঠানে সব অংশীদার ও সমর্থকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, অংশগ্রহণকারীদের অংশগ্রহণে গ্লোবাল এন্ট্রাপ্রেনিউরশিপ উইক–২০২৩ সাফল্যমণ্ডিত হয়েছে।