শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ন্যাশনাল টি কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ বুধবার অনলাইনে অনুষ্ঠিত হয়েছে। কোম্পানিটির ৪৪তম এজিএমে সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান শেখ কবির হোসেন। কোম্পানিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সভায় অন্যান্য পরিচালকদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ বিন কাশেম, মো. শাকিল রিজভী, মো.আবুল হোসেন, মো. গোলাম মোস্তফা, মো. হাফিজুর রহমান, অধ্যাপক রাজিয়া বেগম, চৌধুরী নাফিজ সরাফাত, মো. মোস্তাফিজুর রহমান, মিজানুর রহমান খান, সৈয়দ বেলাল হোসেন এবং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এইচ এস এম জিয়াউল আহসান। সভা পরিচালনা করেন কোম্পানিসচিব এ কে আজাদ চৌধুরী।
সভায় কোম্পানির উন্নয়ন কর্মসূচিসহ বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা হয় এবং ২০২১-২০২২ হিসাববছরের বার্ষিক প্রতিবেদন অনুমোদন করা হয়। এ ছাড়া সভায় ২০২১–২২ হিসাববছরের জন্য ঘোষিত সাড়ে ৭ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়।
এদিকে, কোম্পানিটির পরিচালনা পর্ষদের জরুরি এক সভা অনুষ্ঠিত হয়। সেখানে কোম্পানির চেয়ারম্যান হিসেবে শেখ কবির হোসেন পুনর্নির্বাচিত হন। শেখ কবির হোসেন বর্তমানে সোনার বাংলা ইনস্যুরেন্স, ফারইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্স ও সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) এবং বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।