এমটিবি ইয়াকিন গ্রাহকদের জন্য ইসলামি ব্যাংকিং সেবা ও সুবিধা প্রদানের জন্য ‘এই সময়ের ইসলামি ব্যাংকিং’ ক্যাম্পেইন বা কর্মসূচি চালু করেছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি)।
সম্প্রতি রাজধানীর গুলশানে এমটিবি সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এমটিবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক চৌধুরী আখতার আসিফ, উপব্যবস্থাপনা পরিচালক মো. খালিদ মাহমুদ খান এবং ইসলামিক ব্যাংকিং বিভাগের প্রধান মো. আরিফ বিন ইদ্রিশ। আরও উপস্থিত ছিলেন এমটিবি শরিয়াহ সুপারভাইজরি কমিটির সদস্য মাওলানা শাহ মোহাম্মদ ওয়ালি উল্লাহ, মো. ফরিদউদ্দিন আহমেদ প্রমুখ।
এমটিবির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান বলেন, ‘গ্রাহকদের জন্য আমরা অনলাইন-অফলাইনসহ আধুনিক সব সুবিধাযুক্ত পূর্ণাঙ্গ ইসলামি ব্যাংকিং সেবা নিয়ে এসেছি।’
২০২১ সালে ‘এমটিবি ইয়াকিন’ নামে ইসলামী ব্যাংকিং ব্যবস্থা ও সুবিধা চালু করে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক। এমটিবির এই ইসলামি ব্যাংকিং ইতিমধ্যে রিটেইল ব্যাংকিং, এসএমই ব্যাংকিং, করপোরেট ব্যাংকিং এবং কার্ডের অধীনে বিভিন্ন পণ্য ও সেবা চালু করেছে।