তীব্র গরমে স্বস্তির পরশ বুলিয়ে দেয় এসি। যেহেতু গরমকালে নিয়মিত ব্যবহার করা হয়ে থাকে, তাই ব্যবহারের পাশাপাশি এই যন্ত্রটির যত্নও নিতে হয় নিয়ম করে। কিন্তু শীতকালে যখন এসি দীর্ঘদিন বন্ধ থাকে, তখন কি এসির ভালো থাকার কথা সবাই ভাবি? কিংবা বর্ষায় যখন চারপাশ স্যাঁতসেঁতে কিংবা ঝড়-বৃষ্টির কবলে থাকে তখন এসির রক্ষণাবেক্ষণ কীভাবে করব? এমন দুশ্চিন্তায় যারা আছেন তাদের জন্য রইল ভিন্ন ঋতুতে এসিকে ভালো রাখার ব্যাপারে কিছু পরামর্শ।
‘শীতকালে এসি বন্ধ থাকলেও কোনোভাবেই এসির অযত্ন করা উচিত নয়।’ এমনটাই বলেন ট্রান্সকম ইলেকট্রনিকস লিমিটেডের সহকারী মহাব্যবস্থাপক (বিপণন) মাহবুব হাসান। শীতকালে এসি বন্ধ থাকলেও ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে। তাই মাহবুব হাসান জানালেন শীতে এসির যত্নে করণীয় সম্পর্কে—
• এসি দীর্ঘদিন বন্ধ রাখার পূর্বপ্রস্তুতি হিসেবে এসির এয়ার ফিল্টারটি পরিষ্কার করে প্লাস্টিকে মুড়িয়ে রাখতে হবে।
• এসির বৈদ্যুতিক সংযোগ, সকেট, ফিল্টার নিয়মিতভাবে পরীক্ষা করতে হবে।
• এসির আউটডোর মেশিনটি পরিষ্কার জায়গায় রাখতে হবে এবং সেখানে যেন পর্যাপ্ত বাতাস চলাচল করতে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে। অতিরিক্ত ধুলাবালি যেন এসির ভেতরে প্রবেশ না করে সেদিকে খেয়াল রাখতে হবে।
• এসির বাইরের ইউনিটের আশপাশে ময়লা-আবর্জনা বা ঘাস-লতাপাতা জমে থাকলে তা ভালোভাবে পরিষ্কার করতে হবে।
• দীর্ঘদিন বন্ধ থাকার ফলে এসির নানান যন্ত্রাংশ সমস্যাযুক্ত হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। তাই শীতকাল শেষে এসি চালু করার আগে অবশ্যই সেগুলো ভালোভাবে চেক করে নিতে হবে। পুনরায় এসি চালু করার আগে একজন দক্ষ টেকনিশিয়ান দেখিয়ে সার্ভিসিং করিয়ে নিতে হবে।
বর্ষায়ও এসির একটু বাড়তি যত্নের প্রয়োজন, এমনটাই মনে করেন মাহবুব হাসান। বর্ষার সময় এসি ভালো রাখার বিষয়ে বিভিন্ন পরামর্শ দেন তিনি—
• বর্ষার সময় গাছের পাতা কিংবা নানা ধরনের ময়লা উড়ে এসে আউটডোর ইউনিট ব্লক করতে পারে। তাই সব সময় আউটডোর ইউনিটের চারপাশ পরিষ্কার রাখতে হবে।
• আউটডোরের পাখার ব্লেড বর্ষাকালে খারাপ হওয়ার আশঙ্কা থাকে। অনেক সময় পানি ঢুকে এয়ার ফিল্টার খারাপ হওয়ারও আশঙ্কা থাকে। যতবার বৃষ্টি হবে, তারপর যদি তা পরিষ্কার পানিতে আবারও ধুয়ে নেওয়া যায়, তাহলে মরিচা পড়ার ভয় থাকে না।
• উইন্ডো এসির ক্ষেত্রে একটু বেশি যত্নবান হওয়া প্রয়োজন। অল্প বৃষ্টি, খুব জোরে বৃষ্টি কিংবা সাধারণ বৃষ্টি—তা যেমনই হোক, উইন্ডো এসি ইউনিটটিকে সিল করে রাখতে হবে, যাতে সেটি বৃষ্টির পানি থেকে সুরক্ষিত থাকে।
• এ সময় বৃষ্টি থেকে বাঁচতে এসির আউটডোর বা ইনডোর ইউনিটে পাখিরা বাসা বাঁধতে পারে। আবার পিঁপড়ে বা পোকারাও সেখানে সদলবলে চলাফেরা করতে পারে। তাতে এসি ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই, এ বিষয়গুলোতেও বিশেষ যত্ন নিতে হবে।
• আপনার এলাকায় যদি বেশি বৃষ্টিপাত হয় এবং ঘরে যদি স্যাঁতসেঁতে ভাব থাকে, তাহলে এসির ইউনিটটি একজন পেশাদার দক্ষ কারিগর দিয়ে পরীক্ষা করিয়ে নিতে হবে। আগেভাগেই যদি তা পরীক্ষা না করিয়ে বৃষ্টির সময় ঘরটাকে আরও বেশি আর্দ্র হতে দেওয়া হয়, তাহলে এসি খুব অল্প সময়েই খারাপ হয়ে যেতে পারে।
• প্রচন্ড বৃষ্টির সময় এসির প্রতি সামান্য যত্ন মেশিনটির ‘নতুন জন্ম’ দিতে পারে। তবে এসির ভেতরে বা মেশিন-সংক্রান্ত কোনো সমস্যা যদি বর্ষার সময়েই খেয়াল করেন, তাহলে একজন দক্ষ কারিগরকে দিয়ে তা ঠিক করানো উচিত।