সরাসরি কৃষকের কাছ থেকে সবজি সংগ্রহ করে বাজারের চেয়ে তুলনামূলক কম দামে বিক্রি করছে সুপারশপ ‘স্বপ্ন’। আজ শুক্রবার ও কাল শনিবার স্বপ্নের বিক্রয়কেন্দ্র থেকে বেগুন, কাঁচা পেঁপে, লাউ, পটোল, ঢ্যাঁড়স, শসাসহ বেশকিছু সবজি খোলাবাজারের তুলনায় কম দামে কিনতে পারবেন ক্রেতারা।
স্বপ্ন কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে মানিকগঞ্জ, বগুড়াসহ বেশকিছু এলাকার কৃষকের কাছ থেকে সরাসরি সবজি কিনছে স্বপ্ন।
স্বপ্ন জানায়, তাদের বিক্রয়কেন্দ্রে কাঁচা কলা প্রতিপিস ৬ টাকা, প্রতি কেজি ঢ্যাঁড়স ৫৮, শসা ৬০, পটোল ৬৫, কাঁচা পেঁপে ৩৫, বেগুন (লম্বা) ৯৫, প্রতি পিস লাউ ৭০ এবং প্রতি আঁটি কলমিশাক ১৫ টাকায় বিক্রি করবে।
এ বিষয়ে স্বপ্নর ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হাসান নাসির বলেন, ‘মূল্যস্ফীতির কারণে নিম্নবিত্ত, নিম্নমধ্যবিত্ত ও মধ্যবিত্ত মানুষের জীবনযাপন বেশ কঠিন হয়ে পড়েছে। এ সময় তাদের খানিকটা স্বস্তি দিতে আমরা সরাসরি কৃষকের কাছ থেকে সবজি এনে সুলভ মূল্যে আমাদের ক্রেতাদের হাতে পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আপাতত আটটি সবজি দিয়ে উদ্যোগটি শুরু হয়েছে। সামনে পরিসর আরও বাড়বে।’