ট্রেড অ্যাসিসটেন্স প্রোগ্রামের (টিএপি) সুবিধা পেতে ভারতের এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংকের সঙ্গে ইস্যুয়িং ব্যাংক চুক্তি স্বাক্ষর করেছে ব্যাংক এশিয়া। এই চুক্তি রপ্তানিকারক ও আমদানিকারকেরা নির্ভরযোগ্য এবং যুক্তিসঙ্গত শর্তাবলীতে বাণিজ্যে করতে এবং ট্রেড ফাইন্যান্স সিস্টেমে তারল্য এবং স্থিতিশীলতা বজায় রাখতে সহায়তা করবে ।
এই চুক্তি ব্যাংক এশিয়াকে বর্ধিত মেয়াদে এবং প্রতিযোগিতামূলক শর্তে বাণিজ্যিক লেনদেনের পরিমাণ বাড়াতে সহায়তা করবে। এক্সিম-ইন্ডিয়ার বাণিজ্য নিশ্চয়তায় ক্রিটিক্যাল ভ্যালু-চেইন আমদানি সহজ হবে এবং বিশ্ব বাণিজ্যের প্রসার হবে।
ব্যাংক এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক আদিল চৌধুরী এবং এক্সিম-ইন্ডিয়ার সিএফও তরুন শর্মা সম্প্রতি ঢাকায় এই চুক্তিতে স্বাক্ষর করেছেন। ব্যাংকের এসইভিপি ও আন্তর্জাতিক বিভাগের প্রধান মো. জিয়া আরফিনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।