পুঁজিবাজার থেকে প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওর মাধ্যমে ৩৫০ কোটি টাকা মূলধন সংগ্রহ করতে চায় হোটেল লা মেরিডিয়ানের মালিকানা প্রতিষ্ঠান বেস্ট হোল্ডিংস। এ লক্ষ্যে গত বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে রোড শো আয়োজন করেছিল প্রতিষ্ঠানটি। সেখানে প্রতিষ্ঠানের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি বিনিয়োগকারীদের সামনে তুলে ধরা হয়।
রোড শোতে অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান জায়েদ বখত, আইসিবির ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল হোসেন, জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুছ সালাম আজাদ, ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক সভাপতি শাকিল রিজভী, বেস্ট হোল্ডিংস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হাসান আহমেদ, বেস্ট হোল্ডিংসের ইনডিপেনডেন্ট ডিরেক্টর (স্বতন্ত্র পরিচালক) লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদ, শান্তা অ্যাসেট ম্যানেজমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা আরিফ খান, সোনালী ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথ বক্তব্য দেন।