দেশের বাজারে নতুন ‘বিস্পোক এআই’ প্রযুক্তির রেফ্রিজারেটর লাইনআপ চালু করেছে ইলেকট্রনিকস ব্র্যান্ড স্যামসাং। রাজধানীর গুলশান ২-এ র্যাংগস ই-মার্ট স্টোরে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে এই লাইনআপ চালু করা হয়। এ সময় উপস্থিত ছিলেন স্যামসাং ইলেকট্রনিকসের ব্যবস্থাপনা পরিচালক হোয়ানসাং উ, র্যানকন হোল্ডিংসের ব্যবস্থাপনা পরিচালক ফারহানা করিম, স্যামসাং বাংলাদেশের পরিচালক শাহরিয়ার বিন লুৎফর, র্যাংগস ই-মার্টের আঞ্চলিক পরিচালক ইয়ামিন শরীফ চৌধুরীসহ বিশিষ্ট অতিথিরা। বিজ্ঞপ্তি