সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন এবং আইটিএফসির সিওও নাজিব নুরডালি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন
সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন এবং আইটিএফসির সিওও নাজিব নুরডালি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন

সিটি ব্যাংকের ট্রেড ফিন্যান্স সুবিধা সাড়ে ৪ কোটি ডলার করল আইটিএফসি

ইসলামিক ট্রেড ফিন্যান্স করপোরেশন (আইটিএফসি) সিন্ডিকেট–ব্যবস্থার অধীন সিটি ব্যাংকের মুরাবাহা ট্রেড ফিন্যান্স সুবিধা বাড়িয়ে সাড়ে ৪ কোটি ডলার করেছে।

সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন এবং আইটিএফসির সিওও নাজিব নুরডালি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। ব্যাংকটির প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইসলামি ডেভেলপমেন্ট ব্যাংকের একটি সহযোগী প্রতিষ্ঠান ইসলামিক ট্রেড ফিন্যান্স করপোরেশন। তাদের দেওয়া এই সুবিধার মাধ্যমে সিটি ব্যাংক আরও বেশি গ্রাহকসেবা দিতে পারবে। পাশাপাশি আরও সাশ্রয়ী উপায়ে বৈদেশিক বাণিজ্য পরিচালনা করতে সক্ষম হবে।

মাসরুর আরেফিন বলেন, ‘আইটিএফসির ট্রেড ফিন্যান্স সুবিধা ব্যাংকের বেসরকারি খাতের আমদানিকারকদের শিল্পের কাঁচামাল ও প্রয়োজনীয় পণ্য আমদানির অর্থায়নে সহায়তা করে আমদানিকারককে দীর্ঘমেয়াদে অর্থ পরিশোধের সুবিধা দেবে। এই সুবিধা বর্তমানে বৈদেশিক মুদ্রার তারল্য ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।’

২০১৯ সাল থেকে সিটি ব্যাংক আইটিএফসির ট্রেড ফিন্যান্স সুবিধা পেয়ে আসছে। ইসলামি সহযোগিতা সংস্থা ওআইসির সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে জেদ্দাভিত্তিক এই প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।