বাংলাদেশের টেক্সটাইল শিল্পের গুণগত মানের নিশ্চয়তা দিতে অত্যাধুনিক ডিজিটাল প্লাটফর্ম ‘আইকেয়ার (iCare) ’ চালু করেছে ইন্টারটেক। ‘কয়েকটি ক্লিকেই সম্পূর্ণ কোয়ালিটি’-এই স্লোগান নিয়ে চালু করা এই ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করা হয়েছে। এর মধ্য দিয়ে ল্যাব পরীক্ষার প্রক্রিয়া থেকে শুরু করে শেষ পর্যন্ত নির্বিঘ্নে ব্যবস্থাপনা ও তত্ত্বাবধান করা সম্ভব হবে।
বিশ্বব্যাপী শিল্প খাতে টোটাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেবাদানকারী প্রতিষ্ঠান ইন্টারটেক গত বছরের নভেম্বর মাসে তুরস্ক ও মার্চ মাসে ভারতে উদ্ভাবনী ডিজিটাল প্ল্যাটফর্ম ‘আইকেয়ার’ সফলভাবে চালু করেছে। গতকাল সোমবার রাতে রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এই সেবা চালু করা হয়। খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশের অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে টেক্সটাইল শিল্পের ভূমিকা অপরিসীম। এই প্রেক্ষাপটে বাংলা ও ইংরেজিতে আইকেয়ার প্ল্যাটফর্ম চালু করার মাধ্যমে স্থানীয় প্রস্তুতকারকদের সহজেই উচ্চমান অর্জনে সহায়তা করার জন্য ইন্টারটেক দৃঢ় প্রতিজ্ঞ।
ইন্টারটেক বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক নেয়ামুল হাসান বলেন, ‘২০০০ সাল থেকে অডিট ও ইন্সপেকশন সেবা দিয়ে শুরু করে ইন্টারটেক বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম, গাজীপুর ও সাভারের মতো গুরুত্বপূর্ণ স্থানে অত্যাধুনিক পরীক্ষাগার স্থাপন করেছে; এই অগ্রগতিতে আমি গর্বিত। এর ধারাবাহিকতায় আইকেয়ার চালু আরেকটি উল্লেখযোগ্য মাইলফলক। এটি আমাদের গ্রাহকদের ইন্টারটেক সফটলাইনস ল্যাবগুলোর সঙ্গে সহজে সম্পৃক্ত করবে।’
ইন্টারটেকের গ্লোবাল সফটলাইনস ও হার্ডলাইনসের বিপণন ও উদ্ভাবন বিভাগের জ্যেষ্ঠ পরিচালক শেলি লো বলেন, ইন্টারটেক যে উদ্ভাবনী সমাধান দিতে চায়, আইকেয়ার চালুর মধ্য দিয়ে তার সেই অঙ্গীকার আরও দৃঢ় হয়েছে। এটি আমাদের গ্রাহকদের ক্রমবর্ধমান চাহিদা পূরণে সহায়ক ভূমিকা পালন করবে। সরবরাহকারীদের চাহিদার সবার আগে—এই অঙ্গীকার মাথায় এই প্ল্যাটফর্মের ডিজাইন করা হয়েছে।’
আইকেয়ারের সুবিধা সম্পর্কে বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন: https://www. intertek. com/retail/icare/