আইডিএলসি প্রস্তাবিত সম্পত্তির ৮০ শতাংশ পর্যন্ত লোন দিয়ে থাকে
আইডিএলসি প্রস্তাবিত সম্পত্তির ৮০ শতাংশ পর্যন্ত লোন দিয়ে থাকে

নিজের বাড়ির স্বপ্ন পূরণে আইডিএলসি হোম লোন

বিশ্বাস ও নির্ভরতার সঙ্গে ৩৮ বছর ধরে গ্রাহকদের বিভিন্ন রকমের আর্থিক সেবা দিয়ে আসছে আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি। গ্রাহকদের প্রয়োজন বুঝে সঠিক আর্থিক সেবা প্রদানের মাধ্যমে নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে আইডিএলসি নিজেদের শক্ত অবস্থান নিশ্চিত করছে। গ্রাহকদের জন্য হোম লোন সুবিধা আইডিএলসির বিভিন্ন সেবার মধ্যে অন্যতম।

নিজের বাড়ি, নিজের নামে আবাসস্থলের স্বপ্ন থাকে সবারই। অধরা সেই স্বপ্নকে সহজ করতে আইডিএলসিতে রয়েছে বিভিন্ন হোম লোন সুবিধা। অ্যাপার্টমেন্ট কেনার জন্য লোন, ইক্যুইটি, শিল্ড, কনস্ট্রাকশন, অ্যাফোর্ডেবল, সেমি পাকা, কমার্শিয়াল স্পেস কেনার লোনের মতো প্রয়োজনীয় সেবা থেকে গ্রাহকেরা নিজের পছন্দমতো সুবিধা গ্রহণ করতে পারবেন।

সবচেয়ে দ্রুত সময়ে লোন পাওয়ার নিশ্চয়তা, ২০-২৫ বছর মেয়াদে সহজ কিস্তি-সুবিধা, মেয়াদ শেষের আগেই সম্পূর্ণ বা আংশিক লোন পরিশোধের সুযোগ ও কোনো প্রকার হিডেন চার্জবিহীন আইডিএলসির হোম লোন সুবিধা রয়েছে। এর ফলে গ্রাহকদের জন্য ক্রমেই আস্থা, নিশ্চয়তা ও নিরাপত্তার প্রতীক হয়ে উঠেছে আইডিএলসি। বিশেষ করে দেশের সর্বস্তরের মানুষের জন্য নিরাপদ আবাসন নিশ্চিত করতে ‘অ্যাফোর্ডেবল হোম লোন’ ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে গ্রাহকদের কাছে। মাসিক আয় ২০ হাজার টাকা থাকলে যে কেউ আইডিএলসির ‘সবার জন্য বাড়ি’ প্রোগ্রামে আবেদন করতে পারবেন।

মাসিক আয় ২০ হাজার টাকা থাকলে যে কেউ আইডিএলসির ‘সবার জন্য বাড়ি’ প্রোগ্রামে আবেদন করতে পারবেন

আইডিএলসি প্রস্তাবিত সম্পদমূল্যের ৮০ শতাংশ পর্যন্ত লোন দিয়ে থাকে। অন্যদের চেয়ে আইডিএলসির ভিন্নতা হলো, ঋণগ্রহীতার চাহিদা অনুযায়ী এককালীন অথবা কিস্তিতে লোন বিতরণ করে থাকে। এ ছাড়া থাকছে হোম লোনের বিপরীতে বিমা-সুবিধা।

হোম লোনের আবেদন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়গুলো হলো সঠিকভাবে পূরণকৃত আবেদন ফরম, আবেদনকারীর ছবি, বাড়ি বা জমি কেনা বা কিস্তির প্রমাণপত্র, জাতীয় পরিচয়পত্র, টিন সার্টিফিকেট ও ট্যাক্স সার্টিফিকেট, পেশাগত প্রমাণপত্র, প্রয়োজনীয় দলিল এবং প্রসেসিং ফি চেক।

ওই কাগজ ছাড়াও হোম লোনের ধরন অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্রের ধরনও ভিন্ন হয়। প্রয়োজনীয় কাগজপত্র ও লোনের বৈশিষ্ট্য অনুযায়ী আবেদনের ধরন সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করতে পারেন আইডিএলসির ওয়েবসাইটে