প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড (পিবিআইএল) এক বছরে বাজার থেকে ৪২৮ কোটি টাকা মূলধন সংগ্রহ করেছে। সম্প্রতি পিবিআইএলের পক্ষ থেকে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানের এই তথ্য জানানো হয়। এতে প্রতিষ্ঠানটির শীর্ষ কর্মকর্তারা চলমান তৎপরতা, সাফল্য ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিবিআইএলের ব্যবস্থাপনা পরিচালক মো. তাবারক হোসেন ভূঁঞা, প্রধান পরিচালন কর্মকর্তা খন্দকার রায়হান আলী, প্রাইমারি মার্কেট অপারেশনের প্রধান নাবিলা রহমান প্রমুখ। এতে জানানো হয়, গত বছরে পিবিআইএল ইস্যু ম্যানেজার হিসেবে ইউনিয়ন ব্যাংককে পুঁজিবাজারে তালিকাভুক্ত করেছে। ব্যাংকটি বাজার থেকে ৪২৮ কোটি টাকার মূলধন সংগ্রহ করেছে, যা ব্যাংক খাতের মধ্যে বৃহত্তম ও দেশের পুঁজিবাজার ইতিহাসের চতুর্থ বৃহত্তম প্রাথমিক গণপ্রস্তাব।
এ ছাড়া ইসলামী ব্যাংক, আল-আরাফা ইসলামী ব্যাংকসহ চারটি শরীয়াহ ভিত্তিক ব্যাংকের পারপিচ্যুয়াল বন্ডের ইস্যু ম্যানেজার এবং লিড অ্যারেঞ্জার হিসেবে ২ হাজার ৪০০ কোটি টাকা সংগ্রহ করেছে। বন্ডগুলোকে সেকেন্ডারি মার্কেটে লেনদেন উপযোগী করতে সহায়তা করে। ইতিমধ্যে আল-আরাফা ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংকের সাব-অর্ডিনেটেড বন্ডে ইস্যু ম্যানেজার এবং লিড অ্যারেঞ্জার হিসেবে ১ হাজার ৪০০ কোটি টাকা সংগ্রহ করে দিয়েছে। এ ছাড়াও পিবিআইএল বিভিন্ন বন্ডের ট্রাস্টি সেবা প্রদান করে আসছে।