হেপাটাইটিস নিয়ে সচেতনতা বাড়াতে অনলাইনে প্যানেল আলোচনার আয়োজন করে এভারকেয়ার হসপিটাল। অনুষ্ঠানের বক্তারা বলেন, চলমান করোনা মহামারিতেও বাংলাদেশসহ বিশ্বে প্রতিদিন হেপাটাইটিসে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। হেপাটাইটিস প্রতিরোধে জনমনে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সঠিক পরীক্ষা, আক্রান্ত হলে চিকিৎসা ও আক্রান্ত না হলে প্রতিষেধক নেওয়ার বিকল্প নেই।
অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেন, জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি না করা গেলে হেপাটাইটিসের মতো রোগ নির্মূল করা কঠিন হয়ে পড়বে। তিনি বলেন, ‘রাস্তার বিলবোর্ড থেকে শুরু করে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে জনগণকে সচেতন করে তুলতে চেষ্টা করব।’
এভারকেয়ার হসপিটাল ঢাকার গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট ও কো–অর্ডিনেটর মোহাম্মদ লুতফুল লতিফ চৌধুরী বলেন, হেপাটাইটিস এমন একটি রোগ, যা অদৃশ্য শত্রুর মতো। যেহেতু আক্রান্ত অধিকাংশ মানুষ জানেই না যে তাঁরা এই রোগে আক্রান্ত, তাই এর ভয়াবহতা আরও বেশি।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমান, শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ফারুক আহমেদ, এভারকেয়ার হসপিটাল ঢাকার গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের কনসালট্যান্ট এস এম আলী হায়দার, সিএমসিএইচের গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের প্রধান অধ্যাপক এরশাদ উদ্দিন আহমেদ প্রমুখ আলোচনায় নেন। সঞ্চালনা করেন এভারকেয়ার হসপিটাল ঢাকার মেডিকেল সার্ভিসের ডেপুটি ডিরেক্টর আরিফ মাহমুদ। বিজ্ঞপ্তি