১৯৮৫ সালে মাত্র পাঁচজন কর্মী নিয়ে যাত্রা শুরু করে আইডিএলসি ফাইন্যান্স। তখন কোম্পানির ঋণপণ্যও ছিল মাত্র একটি। আজ ৩৭ বছর পর দেশের বৃহত্তম ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। দেশের এসএমই ও খুচরা ঋণ বাজার ও পুঁজিবাজারে আইডিএলসি এখন শক্তিশালী কোম্পানি।
আজ দেশের ২০টি শহরে আইডিএলসি ফাইন্যান্সের পদচারণ। শাখা আছে ৪০টি। দেড় সহস্রাধিক কর্মী নিয়ে আইডিএলসি ফাইন্যান্স এখন ৯০ হাজারের বেশি গ্রাহককে সেবা দিচ্ছে। তবে আইডিএলসি এখন আর শুধু ঋণ দেওয়ার মধ্যে সীমিত নেই, তারা এর বাইরে আরও কিছু করার চেষ্টা করছে। তারা মানুষকে স্বপ্নপূরণে সহায়তা করছে। বাড়ি কেনার স্বপ্ন, সন্তানকে বড় স্কুলে পড়ানোর স্বপ্ন, নিজের গাড়িতে করে বনভোজন করার স্বপ্ন, ব্যবসা বড় করার স্বপ্ন, আরও মানুষের কর্মসংস্থান করার স্বপ্ন ও জাতিকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার স্বপ্ন।
এ প্রক্রিয়ায় অনেক মানুষকে সেবা দিয়েছে আইডিএলসি। তবে তারা মনে করে, কত মানুষের কর্মসংস্থান হলো বা কত মানুষকে ঋণ দেওয়া হলো, সেটা বড় বিষয় নয়; বরং কত মানুষের জীবন তারা ছুঁয়ে গেল, সেটাই বড় কথা। ব্যবসায় মুনাফা গুরুত্বপূর্ণ। সেই সঙ্গে মানুষের মুখের হাসি আইডিএলসির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে জন্য তারা মানুষের হাসির জন্য অর্থায়ন করতে চায়।