কক্সবাজারের লিংক রোডে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের নতুন একটি শাখার উদ্বোধন করা হয়েছে গতকাল রোববার। শরিয়াহভিত্তিক আধুনিক ব্যাংকিং সেবা নিয়ে, গ্রাহকদের উন্নততর সেবা প্রদানের লক্ষ্যে ট্রেড লিংক সেন্টার, লিংক রোড, ঝিলংজা, কক্সবাজার সদর, কক্সবাজারে এ শাখার শুভ উদ্বোধন করা হয়।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ ওয়াসেক মো. আলী নতুন শাখার উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. মোস্তফা খায়ের, চট্টগ্রাম দক্ষিণের আঞ্চলিক প্রধান মোহাম্মদ কামাল উদ্দিন, জেনারেল সার্ভিসেস ডিভিশনের প্রধান কে বি এম ইসমাইল চৌধুরী, লিংক রোড শাখার ব্যবস্থাপক মো. শামসুল ইসলাম, কক্সবাজার জেলা জজ কোর্টের আইনজীবী মো. সরোয়ার কামালসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও এলাকার ব্যক্তি উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উপলক্ষে দোয়ার আয়োজন করা হয়। বিজ্ঞপ্তি