সুলভ মূল্য, নিশ্চিন্ত বিনিয়োগ ও স্বল্প সময়ে প্লট বুঝিয়ে দেওয়ার অঙ্গীকার নিয়ে প্লট বিক্রি করছে রিচমন্ড কানাডা সিটি। রাজউক পূর্বাচল শহর থেকে মাত্র ৫ মিনিটের দূরত্বে, ৩০০ ফুট পূর্বাচল হাইওয়ে ও এশিয়ান হাইওয়ের সন্নিকটে অবস্থিত রিচমন্ড কানাডা সিটি। এ সিটিকে তৈরি করা হচ্ছে কানাডার আধুনিক শহরগুলোর আদলে। দেশ ও বিদেশের স্বনামধন্য স্থপতি, পরিবেশবিদ ও নগর পরিকল্পনাবিদদের সমন্বয়ে তৈরি হচ্ছে পরিবেশবান্ধব আধুনিক নগরী রিচমন্ড কানাডা সিটি।
রিচমন্ড কানাডা সিটিতে থাকছে সর্বাধুনিক প্রযুক্তির সমন্বয়ে তৈরি সম্পূর্ণ যানজট ও কোলাহলমুক্ত দীর্ঘস্থায়ী প্রশস্ত সড়ক। ১০০ ফুট প্রশস্ত প্রধান সড়কের সঙ্গে থাকছে ৮০, ৬০ ও সর্বনিম্ন ৩০ ফুটের পার্শ্ব সড়ক। প্রশস্ত রাস্তার পাশে থাকবে দৃষ্টিনন্দন কৃত্রিম লেক, হাঁটার জন্য চওড়া ফুটপাত আর দেশি-বিদেশি বাহারি গাছে ঘেরা সবুজের সমারোহ। এখানে ৩, ৪, ৫ ও ১০ কাঠার প্লট বিক্রি হচ্ছে এ, বি, সি, ডি, ই এবং এফ ব্লক আকারে।
রিচমন্ড কানাডা সিটিতে থাকছে সব নাগরিক সুযোগ-সুবিধা। এখানে আরও পাওয়া যাবে উন্নত মানের স্কুল, কলেজ, হাসপাতাল, বিনোদন পার্ক, খেলার মাঠ, মসজিদ, মাদ্রাসা, জিমনেসিয়াম, কনভেনশন সেন্টার, শপিং মল, ব্যাংক-বিমা, পুলিশ স্টেশন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের শাখা অফিস।
বিনোদনের জন্য তৈরি হচ্ছে নভোথিয়েটার, থ্রিডি থিয়েটার, প্ল্যানেটারিয়াম ও ভাসমান ইকোপার্ক।
এ ছাড়া সার্বক্ষণিক মনিটরিংয়ের জন্য থাকছে উন্নত মানের সিসিটিভি সারভাইলেন্স, সেফটি ও সিকিউরিটির ব্যবস্থা। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, পানি, টেলিফোন ও সর্বাধুনিক পয়োনিষ্কাশনব্যবস্থা রিচমন্ড কানাডা সিটিকে করবে নির্ঝঞ্ঝাট ও নির্ভরযোগ্য।