আজ শেষ হচ্ছে সিঙ্গারের বছরের সবচেয়ে বড় অনলাইন সেল ‘সিঙ্গার ব্ল্যাক ফ্রাইডে সেল’। এই বিক্রয় প্রচারণা উপলক্ষে সিঙ্গার শুধু ই-কমার্স সাইট www.singerbd.com-এ বিভিন্ন পণ্যে ২১ শতাংশ পর্যন্ত ছাড় দিয়েছে। সিঙ্গারের ই-কমার্স সাইট ছাড়াও ক্রেতারা ‘সিঙ্গার বিডি অনলাইন শপিং’ মোবাইল অ্যাপের মাধ্যমে পণ্য অর্ডার করতে পারবেন।
সিঙ্গার ব্ল্যাক ফ্রাইডে সেলে ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, কিচেন অ্যাপ্লায়েন্স, এয়ার কন্ডিশনার, রেফ্রিজারেটর ও এলইডি টিভিতে আছে আকর্ষণীয় ছাড়। ক্রেতারা দেশের যেকোনো প্রান্তে বিনা মূল্যে হোম ডেলিভারি পাবেন। ক্রেতারা দেশের শীর্ষস্থানীয় ৩১টি ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহার করে ২৪ মাস পর্যন্ত সুদবিহীন ইএমআই সুবিধা নিতে পারবেন। পাশাপাশি ক্যাশ অন ডেলিভারি সুবিধাও দিচ্ছে সিঙ্গার।
উন্নত মান ও সেবার মাধ্যমে সিঙ্গার ই-কমার্স ইতিমধ্যে দেশের ক্রেতাদের আস্থা অর্জন করেছে। ক্রেতা সন্তুষ্টি অর্জনের লক্ষ্য পূরণের পথে এগিয়ে চলেছে সিঙ্গার। সিঙ্গার ব্ল্যাক ফ্রাইডে সেলস ক্যাম্পেইন উদ্বোধনের সময় সিঙ্গার বাংলাদেশের বিপণন পরিচালক চান্দানা সামারাসিংহে বলেন ‘আমরা দুই বছর ধরে সিঙ্গার ব্ল্যাক ফ্রাইডে সেলস ক্যাম্পেইন পরিচালনা করছি। ক্রেতারাও এতে বিপুল সাড়া দিচ্ছেন। সেবার মান নিশ্চিত করে ই-কমার্সের মাধ্যমে ক্রেতাদের সঙ্গে আরও দৃঢ় সম্পর্ক তৈরি করতে চাই।’
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিঙ্গার ব্ল্যাক ফ্রাইডে সেলস ক্যাম্পেইন সিঙ্গারের ব্র্যান্ড মূল্য ও ক্রেতাদের সঙ্গে দৃঢ় বন্ধনের প্রতিফলন।