জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বর্তমান চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমকে আরও দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।
এ বিষয়ে আজ বুধবার এক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, আবু হেনা মো. রহমাতুল মুনিমকে আগের চুক্তির ধারাবাহিকতায় ও অনুরূপ শর্তে ৬ জানুয়ারি বা যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।
২০২০ সালের জানুয়ারি মাস থেকে এনবিআরের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন আবু হেনা মো. রহমাতুল মুনিম। সে সময় অবসরোত্তর ছুটি স্থগিত করে রহমাতুল মুনিমকে চুক্তিতে দুই বছরের জন্য অভ্যন্তরীণ সম্পদ বিভাগের জ্যেষ্ঠ সচিব ও এনবিআরের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয় সরকার। মাঝে তাঁর চুক্তির মেয়াদ দুই বছরের জন্য বাড়ানো হয়েছিল। এখন একই পদে তাঁর চাকরির মেয়াদ আরও দুই বছর বাড়ানো হলো।
এর আগে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব হিসেবে দায়িত্ব পালন করেন আবু হেনা মো. রহমাতুল মুনিম।