ব্যাংক আলফালাহ অধিগ্রহণের অনুমোদন ব্যাংক এশিয়ার পর্ষদে

পাকিস্তানভিত্তিক ব্যাংক আলফালাহর বাংলাদেশের কার্যক্রম কিনে নেওয়ার বা অধিগ্রহণের সিদ্ধান্ত অনুমোদন করেছে ব্যাংক এশিয়ার পরিচালনা পর্ষদ। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের ৫২২তম সভায় এ সিদ্ধান্ত অনুমোদন করা হয়।

এর আগে পাকিস্তান স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত ব্যাংক আলফালাহর পক্ষ থেকে বাংলাদেশে তাদের কার্যক্রম ব্যাংক এশিয়ার কাছে বিক্রি করে দেওয়ার বিষয়টি প্রথম জানানো হয়। পাকিস্তান স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানি হিসেবে সেই তথ্য ব্যাংকটি দেশটির স্টক এক্সচেঞ্জের মাধ্যমে বিনিয়োগকারীদের জানায়। ওই তথ্যের ভিত্তিতে বিভিন্ন সংবাদ মাধ্যমে এ নিয়ে প্রতিবেদন করে। এরপর ব্যাংক এশিয়ার পর্ষদ সভায় বৃহস্পতিবার ব্যাংক আলফালাহর বাংলাদেশ কার্যক্রম অধিগ্রহণের প্রস্তাব অনুমোদন করা হয়। মূল্য সংবেদনশীল তথ্য হিসেবে এ সিদ্ধান্তের কথা সংবাদমাধ্যমে বিজ্ঞাপন আকারে প্রকাশও করা হয়েছে।

ব্যাংক এশিয়ার পক্ষ থেকে প্রকাশিত এ–সংক্রান্ত তথ্যে বলা হয়েছে, ব্যাংক আলফালাহর বাংলাদেশ কার্যক্রমের সব দায়দেনা অধিগ্রহণ করবে ব্যাংকটি। এ–সংক্রান্ত বিধিবিধান ও নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনক্রমে এ অধিগ্রহণ কার্যক্রম সম্পন্ন করা হবে। পাশাপাশি পরিচালনা পর্ষদের পক্ষ থেকে এ–সংক্রান্ত কার্যক্রম এগিয়ে নেওয়ার দায়িত্ব ব্যবস্থাপনা কর্তৃপক্ষের হাতে ন্যস্ত করা হয়।

সর্বশেষ আর্থিক প্রতিবেদন অনুযায়ী, গত বছর শেষে ব্যাংক আলফালাহ বাংলাদেশের কর–পরবর্তী মুনাফা ছিল ৪৩ কোটি টাকার বেশি। ২০২২ সালে ব্যাংকটি মুনাফা করেছিল প্রায় ১৪ কোটি টাকা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে ব্যাংকটির মুনাফা বেড়ে প্রায় তিন গুণ হয়েছে। ২০০৫ সালে ব্যাংকটি বাংলাদেশে কার্যক্রম শুরু করে। বর্তমানে বাংলাদেশে সাতটি শাখা রয়েছে, এর মধ্যে পাঁচটিই রাজধানী ঢাকায়। বাকি দুটি চট্টগ্রাম ও সিলেটে।

অন্যদিকে, ১৯৯৯ সালে যাত্রা শুরু করে ব্যাংক এশিয়া। এ নিয়ে প্রতিষ্ঠার পর তৃতীয়বারের মতো কোনো বিদেশি ব্যাংকের বাংলাদেশে থাকা কার্যক্রম অধিগ্রহণের উদ্যোগ নিয়েছে ব্যাংক এশিয়া। এর আগে কানাডাভিত্তিক নোভা স্কোটিয়া ও পাকিস্তানের মুসলিম কমার্শিয়াল ব্যাংকের বাংলাদেশ কার্যক্রম অধিগ্রহণ করেছিল ব্যাংক এশিয়া।