জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে থাকা শেয়ার লভ্যাংশসহ তাঁর আইনগত উত্তরাধিকারী দুই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানার অনুকূলে হস্তান্তর করেন উত্তরা ব্যাংকের চেয়ারম্যান আজহারুল ইসলাম। তা গ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে থাকা শেয়ার লভ্যাংশসহ তাঁর আইনগত উত্তরাধিকারী দুই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানার অনুকূলে হস্তান্তর করেন উত্তরা ব্যাংকের চেয়ারম্যান আজহারুল ইসলাম। তা গ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বঙ্গবন্ধুর নামে থাকা উত্তরা ব্যাংকের শেয়ার পেলেন তাঁর দুই কন্যা

ইস্টার্ন ব্যাংকিং করপোরেশনের ৪০টি শেয়ার ছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে। প্রতিষ্ঠানটি এখন উত্তরা ব্যাংক নামে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে। বঙ্গবন্ধুর নামে থাকা সেসব শেয়ার লভ্যাংশসহ বর্তমান সংখ্যায় তাঁর আইনগত উত্তরাধিকারী দুই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানার অনুকূলে হস্তান্তর করা হয়েছে। উত্তরা ব্যাংকের পক্ষে এ শেয়ার হস্তান্তর করেন ব্যাংকটির চেয়ারম্যান আজহারুল ইসলাম। উত্তরা ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে ব্যাংকটি জানিয়েছে, এই শেয়ার হস্তান্তরের কার্যক্রম সম্পন্ন করতে পেরে ব্যাংকটি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানার অনুকূলে শেয়ার হস্তান্তরকালে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান শিবলী রুবাইয়াত উল ইসলাম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোহাম্মদ সালাহউদ্দিন, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কাজী ছাইদুর রহমান ও উত্তরা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রবিউল হোসেন।

বিজ্ঞপ্তি