ব্যাংক খাতের সংস্কার ও আইনশৃঙ্খলার উন্নতি চান বিদেশি বিনিয়োগকারীরা
ব্যাংক খাতের সংস্কার ও আইনশৃঙ্খলার উন্নতি চান বিদেশি বিনিয়োগকারীরা

ফরেন চেম্বার

ব্যাংক খাতের সংস্কার ও আইনশৃঙ্খলার উন্নতি চান বিদেশি বিনিয়োগকারীরা

ব্যাংক খাত ও রাজস্ব প্রশাসনে সংস্কার চেয়েছে বিদেশি বিনিয়োগকারীদের সংগঠন ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফআইসিসিআই)। একই সঙ্গে সংগঠনটি দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি দাবি করেছে।

গতকাল রোববার অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সঙ্গে এক বৈঠকে ফরেন চেম্বারের একটি প্রতিনিধিদল বিভিন্ন দাবি ও পরামর্শ তুলে ধরে। তারা উপদেষ্টাকে দেশের আর্থিক খাতে প্রয়োজনীয় সংস্কার নিয়ে কিছু পরামর্শ দেয়। প্রতিনিধিদলটির নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি জাভেদ আখতার। এ সময় বাণিজ্যসচিব মোহাং সেলিম উদ্দিন উপস্থিত ছিলেন।

সালেহউদ্দিন আহমেদ বলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধির অন্যতম গুরুত্বপূর্ণ চালিকাশক্তি হচ্ছে সরাসরি বৈদেশিক বিনিয়োগ (এফডিআই)। সরকার এফডিআই বাড়ানোর জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয়ে কাজ করছে।

সরকারি ও বেসরকারি উদ্যোগের মধ্যে সহযোগিতার গুরুত্ব তুলে ধরে উপদেষ্টা বলেন, বেসরকারি খাত ছাড়া দেশ উল্লেখযোগ্য অগ্রগতি করতে পারবে না।

দেশের ব্যবসায়িক পরিবেশ উন্নত করতে অন্তর্বর্তী সরকার যেসব প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন করতে পারে, সে সম্পর্কে একটি বিস্তৃত রূপরেখা উপস্থাপন করেন ফরেন চেম্বারের সভাপতি জাভেদ আখতার। তিনি ব্যাংকিং খাতে করপোরেট কর কমানোর বিষয়টি তুলে ধরেন।

জাভেদ আখতার বলেন, গ্রাহকদের প্রত্যক্ষ কর প্রদানের জন্য উৎসে কর কর্তনের দায়ভার ব্যাংকের বহন করা উচিত নয়। তিনি আরও বলেন, সরকারের দক্ষতা ও কার্যকারিতা বাড়াতে ট্যাক্স-জিডিপির অনুপাত বৃদ্ধি ও লেনদেনের প্রক্রিয়া সহজ করা প্রয়োজন। এ জন্য বিশ্বমানের নিয়ন্ত্রক প্রযুক্তি ব্যবহারের পরামর্শ দেন তিনি।

এফআইসিসিআই সভাপতির প্রস্তাবগুলো শুনে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা বলেন, দেশে আরও অনুকূল ব্যবসায়িক পরিবেশ গড়ে তুলতে ফরেন চেম্বারের সঙ্গে যৌথভাবে কাজ করবে সরকার।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন ফরেন চেম্বারের পরিচালনা পর্ষদের উপদেষ্টা নাসের এজাজ বিজয়, সদস্য আলা উদ্দিন আহমেদ, নাজিথ মীওয়ানেজ, মো. মিয়ারুল হক, ফয়সাল আহমেদ চৌধুরী, রুবাবা দৌলা, সুমিতাভা বসু, এম এইচ এম ফাইরোজ, সিটি এনএর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মঈনুল হক, প্রাইসওয়াটারহাউসকুপারস (পিডব্লিউসি) বাংলাদেশের ম্যানেজিং পার্টনার শামস জামান, এইচএসবিসির হেড অব মার্কেটস অ্যান্ড সিকিউরিটি সার্ভিসেস (ভারপ্রাপ্ত সিইও) বাশার মুস্তাফা তারেক ও ফরেন চেম্বারের নির্বাহী পরিচালক টি আই এম নুরুল কবির।